শেষ ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান

০৩:৩০ পিএম, ১৪ অক্টোবর ২০২৫

আফগানিস্তানের ক্রিকেটে এমন দিন আর আসেনি। ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার কথা ভাবছে আফগানরা। আজ আবুধাবিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তাদের সামনে সেই সুযোগ।

দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছিল আফগানরা, যেখানে তারা ১৯০ রান করে বাংলাদেশকে গুটিয়ে দেয় মাত্র ১০৯ রানে। দুই দলের আত্মবিশ্বাস এখন একদম বিপরীতমুখী-আফগানিস্তান ক্রমশ শক্ত অবস্থানে, আর বাংলাদেশ যেন দিশেহারা।