সাতক্ষীরায় পেট জোড়া লাগানো দুই শিশুর জন্ম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ১৫ মে ২০২২
ফাইল ছবি

সাতক্ষীরার শ্যামনগরে সিজার অপারেশনের মাধ্যমে পেট জোড়া লাগানো দুই কন্যা শিশুর জন্ম দিয়েছেন এক নারী। শনিবার (১৪ মে) বিকেলে উপজেলার একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।

ওই নারীর নাম তহুরা বেগম (২২)। তিনি শ্যামনগর উপজেলার ভূ্রুলিয়া ইউনিয়নের দেউলিয়া গ্রামের মো. ফজের আলীর স্ত্রী।

তহুরার স্বামী ফজের আলী বলেন, সকালে স্ত্রীর প্রসব বেদনা উঠলে তাকে শ্যামনগরের এমআরএ ক্লিনিকে ভর্তি করাই। বিকেল ৩টার দিকে সিজারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এ সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আনিছুর রহমান ও ডা. ফাতেমা ইদ্রিস ইভা দীর্ঘ একঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে সংযুক্ত শিশু দুটিকে বের করেন।

এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক ডা. আনিছুর রহমান জানান, মা ও জন্ম নেওয়া শিশুরা সুস্থ রয়ছে। তাদের ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।