ঝড়ো হাওয়ার মধ্যে আম কুড়াতে গিয়ে মো.রাকিব (১১) নামের এক কিশোর নিহত হয়েছে। শনিবার দুপুর পৌনে ১টার দিকে নগরীর পাঁচলাইশ চিটাগং শপিং কমপ্লেক্সের পেছনে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, প্রচণ্ড ঝড়ো হাওয়ার মধ্যে রাকিব আম কুড়াতে গেলে পাশের তিনতলা ভবনের উপর থেকে ইট এসে তার মাথায় পড়ে। এতে গুরুতর আহত হয় রাকিব। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।জীবন মুছা/এসকেডি/এবিএস