জাতীয়

স্ত্রীকে হত্যা করে দুই সন্তান নিয়ে পালালো স্বামী

রাজধানীর খিলক্ষেত এলাকায় স্ত্রীকে হত্যা করে দুই সন্তান নিয়ে পালিয়েছে পাষাণ্ড স্বামী। বুধবার গভীর রাতে এ ঘটনা  ঘটে।  

নিহত শিউলী বেগমের (২৮) বড় বোন শিলা বেগম জাগো নিউজকে জানান, আট বছর আগে মাঈনুদ্দীনের সঙ্গে তার (শিউলী) বিয়ে হয়। আরিফ এবং আবির নামে তাদের দুই ছেলে সন্তান রয়েছে। ছেলেদের নিয়ে তারা খিলক্ষেতের বেপারি পাড়ার খ/এ-৩৩/১১ নম্বর বাড়িতে বাসায় ভাড়া থাকতো।তিনি আরো জানান, বুধবার গভীর রাতে মাঈনুদ্দীন ফোন করে বলে আপনার বোনকে মেরে ফেলেছি, এসে লাশ নিয়ে যান এবং দাফন করেন। আমরা প্রথমে তার কথা বিশ্বাস করিনি। আবারো সে ফোনে একই কথা জানায়।  পরে আমরা ওই বাসায় গিয়ে দেখি শিউলীর নিথর দেহ পড়ে আছে। তার দুই হাত খাটের দুই পাশে বাধা, গলায় ওড়না পেচানো। এ সময় বাসায় কেউ ছিল না। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।এ ঘটনার পর দুই শিশু পুত্রকে নিয়ে পালাতক রয়েছে মাঈনুদ্দীন।  খবর পেয়ে রাত পৌনে ৪টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

খিলক্ষেত থানার এসআই হোসেন মোহাম্মদ মোস্তফা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টার মধ্যে কোন এক সময় শিউলীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে আসল ঘটনা জানা যাবে। তিনি আরো জানান,  মাঈনুদ্দীনকে গ্রেফতারে অভিযান চলচ্ছে।  এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এমএমজেড/এএইচ/এবিএস