ক্রিকেট জগতের দ্যুতি ছড়ানো তারকা আইপিএল জয়ী কার্টার মাস্টার মুস্তাফিজকে সংবর্ধনা দিলো বেসরকারি উন্নয়ন সংগঠন নতুনধারা ফাউন্ডেশন। শুক্রবার বিকেল ৩টায় নতুনধারা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামীম আহমেদের নেতৃত্বে এক প্রতিনিধি দল মুস্তাফিজের গ্রামের বাড়িতে গিয়ে এ সংবর্ধনা স্মারক প্রদান করেন। এসময় মুস্তাফিজের সেজো ভাই মোসকেছুর রহমান পল্টু, বন্ধু হাফিজ, সুজনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এসময় নতুনধারা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামীম আহমেদ জানান, দেশের মুখ উজ্জ্বল করে মুস্তাফিজ যখন আইপিএল শেষে ঢাকা বিমান বন্দরে পৌঁছান তখনই এ সংবর্ধনা দেয়ার প্রস্তুতি ছিল। কিন্তু ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞার কারণে সেটা সম্ভব হয়নি। যে কারণে তার গ্রামের বাড়িতে এসে এই সম্মাননা স্মারক তুলে দিলাম। এ রকম একজন জাতীয় বীরকে সম্মান জানাতে পেরে নতুনধারা ফাউন্ডেশন গর্ববোধ করছে।সংবর্ধনা পর্বে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও নির্বাহী সদস্য চৈতি আক্তার তিশা মুস্তাফিজকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় আরো উপস্থিত ছিলেন যশোর, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন প্রান্ত থেকে থেকে আসা মুস্তাফিজ ভক্তরা।আকরামুল ইসলাম/এআরএ/পিআর