কলেজছাত্রী সোহাগী জাহান তনুর আংশিক নয়, সকল ডিএনএ আলামতের প্রতিবেদন কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ডকে সরবরাহ করতে আদেশ দিয়েছে আদালত। রোববার সন্ধ্যায় কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম এ আদেশ দেন। এর আগে গত ২৯ মে তনুর দুইটি বিষয়ের (ভেজাইনাল সোয়াব ও দাঁতের) ডিএনএ প্রতিবেদন ফরেনসিক বিভাগে হস্তান্তর করতে সিআইডিকে আদেশ দিয়েছিলেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুস্তাইন বিল্লা। কিন্তু তনুর মৃত্যুর কারণ উদঘাটনে ভেজাইনাল সোয়াব, অন্তর্বাস, মোবাইল, হাতব্যাগ, কাপড়, চুলসহ ভিন্ন ভিন্ন সকল ডিএনএ প্রতিবেদন ফরেনসিক বিভাগে সরবরাহ করার যৌক্তিকতা তুলে ধরে সিআইডি পুনরায় আদালতে আবেদন করলে এ আদেশ দেয়া হয়। কুমিল্লা আদালতের উপ-পরিদর্শক (এসআই) বাদল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের একটি জঙল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। গত ২১ মার্চ দুপুরের দিকে কুমেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. শারমিন সুলতানা তনুর ময়নাতদন্ত করেন। গত ৪ এপ্রিল প্রকাশ করা প্রথম ময়নাতদন্তে তনুর মৃত্যুর কারণ বা ধর্ষণের আলামত উল্লেখ ছিল না। গত ৩০ মার্চ দ্বিতীয় দফায় ময়নাতদন্তের জন্য তনুর মরদেহ কবর থেকে উত্তোলন ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।গত ১৪ মে কুমিল্লার আদালতে এসে পৌঁছায় নিহত তনুর সাতটি বিষয়ের ডিএনএ প্রতিবেদন। গত ১৬ মে তনুর ভেজাইনাল সোয়াবে তিন পুরুষের শুক্রাণু পাওয়া যাওয়ার খবর সিআইডি থেকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর তনুর মৃত্যু নিয়ে আবারো আলোচনার ঝড় উঠে। আবেদনের প্রেক্ষিতে গত ২৯ মে সিআইডি থেকে তনুর দাঁত ও সোয়াবের ডিএনএ প্রতিবেদন ফরেনসিক বিভাগে সরবরাহ করার আদেশ দেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুস্তাইন বিল্লা। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহিম সাংবাদিকদের জানান, তনুর দাঁত ও সোয়াবের ডিএনএ আলামতের পরীক্ষাসহ সবকিছু একই প্রতিবেদনে অন্তর্ভুক্ত রয়েছে। তাই আলাদাভাবে দাঁত ও সোয়াবের পরীক্ষার প্রতিবেদন সরবরাহের সুযোগ নেই। এ জন্য ডিএনএর পুরো প্রতিবেদনটিই মেডিকেল বোর্ডকে দিতে আদালতে নির্দেশনা চেয়ে আবেদন করা হয়। পরে আদালত এ বিষয়ে আদেশ দেন। কুমেকের ফরেনসিক বিভাগ ও দ্বিতীয় ময়নাতদন্তকারী চিকিৎসক বোর্ডের প্রধান ডা. কেপি সাহা জানান, আমরা এখনো ডিএনএ প্রতিবেদনের অপেক্ষায় আছি, ডিএনএ প্রতিবেদন হাতে পেলেই ময়নাতদন্ত প্রতিবেদন দেয়া হবে। কামাল উদ্দিন/এআরএ/পিআর