বলিউড সাইয়ারা মুভি মুক্তির পর আলোচনায় মুভির নায়িকা অনিত পাড্ডা। তার সিম্পল লুক সবার মন জিতে নিয়েছেন। মিষ্টি হাসি আর অভিনব ফ্যাশনের মেলবন্ধনে যেন হয়ে উঠেছেন বলিউডের নতুন ক্রাশ। মুভিতে তার আকর্ষণীয় লুক সামাজিক মাধ্যমে নতুন করে ঝড় তুলেছে। এই মুভিতে বিভিন্ন ধরনের পোশাকেই তাকে বেশ সুন্দর লেগেছে। বর্তমানে আলোচনায় রয়েছে তার বিভিন্ন স্টাইলের কুর্তি। কুর্তি পরা সহজ, পরে আরাম আবার চলাফেরাও করা যায় স্বাচ্ছন্দ্যে সর্বোপরি দেখতে ফ্যাশনেবল।
কুর্তি কেন জনপ্রিয়এই সময়ের জীবনধারায় ঢিলেঢালা কাটের আরামদায়ক কুর্তি বেশ উপযোগী। প্রতিদিন নিজেকে প্রাণবন্ত রাখাতে প্রায়ই সবাই বেছে নিচ্ছেন ক্যাজুয়াল কুর্তি। কর্মব্যস্ততার মধ্যে এ ধরনের পোশাক রাখছে সুন্দর ও পরিপাটি। আর ফ্যাশন সচেতন তকমাটিও থাকছে আপনার দখলে। অফিসে, ক্লাসে এমনকি পার্টিতেও খুব সহজে পরা যায়। কেবল সাদামাটা নয়, গর্জিয়াস আউটলুকের কুর্তি যে কোনো অনুষ্ঠানে পরে জমকালো ভাব আনা যায়। এছাড়া কুর্তি মিনিমাল ফ্যাশনের সমকালীন ধারাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে। তাই কুর্তি এনে দিচ্ছে স্বস্তি ও স্নিগ্ধতা। বর্তমানে কুর্তি পরতে যেমন আরামদায়ক, তেমনি ফ্যাশনেবলও।
আরও পড়ুন ট্রেন্ডে এখন ফারসি সালোয়ার, কোথা থেকে এলো? পুরুষদের রঙিন পোশাক কেন এখন ট্রেন্ডে?বিভিন্ন কাটের কুর্তিবর্তমানে কুর্তি কাটিং ও প্যাটার্নে রয়েছে ভিন্নতা। গলায়, হাতা অথবা বটম লাইনে নিয়ে আসা হয়েছে বৈচিত্র্যতা। শর্ট স্লিভ, কোয়ার্টার, সেমি কোয়ার্টার ও ফুল স্লিভ সব রকম হাতার কুর্তি বাজারে রয়েছে। আভিজাত্য এনে দিতে এসব পোশাকে হাতায় বৈচিত্র্যের পাশাপাশি ব্যবহার করা হয়েছে ফ্লাওয়েন্স, লেয়ার্ড ট্রাম্পেটস। নতুনত্ব এসেছে নেক লাইনেও। বড় গোল গলা থেকে শুরু করে বোট নেক, ব্যান্ড কলার, হাইনেক, কোল্ড শোল্ডার, অফ শোল্ডার, পাঞ্জাবি গলাসহ সব ধরনের কুর্তির চাহিদা রয়েছে। ছিমছাম, পরিপাটি লুক আনতে পোশাকের কাটের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া পোশাকে দেশীয় আমেজ আনকে টার্সেল, কড়ি কিংবা পমপমের মতো অনুষঙ্গের যোগ করা হয়েছে।
কুর্তিতে বৈচিত্র্যতাপোশাকের কাপড় হিসেবে সুতি, জর্জেট ও লিনেন কাপড় প্রাধান্য দেওয়া যেতে পারে। অনেকে গর্জিয়াস পোশাক পছন্দ করে, তারা মসলিন, কোটা সিল্ক, অ্যান্টি সিল্ক ও সিনথেটিক, ভিসকস, ডবি সিল্ক, নিট, জ্যাকার্ড কাপড় ব্যবহার করতে পারেন। বিভিন্ন ধরনের কাপড়ের উপর এমব্রয়ডারি, অ্যাপ্লিক, ব্লক, হাতের কাজ, হ্যান্ডপেইন্ট, টাইডাই প্রভৃতি বেশি ব্যবহার করে ডিজাইন ও প্যাটার্নে আনা যায় নতুনত্ব। থাকতে পারে ডুডল নকশা। হালকা রং আর উপকরণের কাপড়ের সঙ্গে করা এই নকশা চলতি ধারার ডিজাইনের সমন্বয় করেছে। রং হিসেবে বেছে নেওয়া সাদা, নীল, হলুদ, লাল, টিয়া, সাদা, কমলা, কালো, সবুজ, গোলাপি, আকাশি বেছে নিতে পারেন।
যা দিয়ে পরবেনবাটন, ডেনিম কিংবা পেনসিল কাটের ফরমাল প্যান্ট দিয়ে কুর্তি পরলে স্টাইলিশ লাগবে। সালোয়ার কিংবা জিনসের সঙ্গে পরলে ভালো দেখাবে। চাইলে সিগারেট প্যান্ট সঙ্গে অনায়াসে পরা যেতে পারে। এতে পোশাক ফরমাল লুক পাওয়া যাবে। এছাড়া পালাজ্জো সঙ্গে পরলে দেখতেও বেশ ট্রেন্ডি লাগবে।
দেশীয় ফ্যাশন হাউজগুলোআমাদের ফ্যাশন হাউজগুলো ইজি টু ওয়্যার এমন পোশাক নিয়েই কাজ করছে। তাই সহজে পরা যায় এমন কুর্তি ডিজাইন করেছে। লম্বা শার্টের কুর্তি, কাপ্তান কাটের কুর্তি কখনো বা টপসের ছাঁটে কুর্তি ডিজাইন করেছে তারা। এছাড়া হাতার প্যাটার্নে কুঁচি ও কাটছাঁটে আরামের বিষয়টি প্রাধান্য হয়েছে। যার কারণে ফ্যাশনসচেতনদের কাছেও বেশ জনপ্রিয়তা পেয়েছে আমাদের দেশীয় হাউজের কুর্তিগুলো।
কোথায় পাবেনআড়ংয়ের তাগা, কে ক্র্যাফট-এর ইয়াংকে, অঞ্জন’স-এর মার্জিন, নিপুণের মাকু, লা রিভ, টুয়েলভ, সেইলর, ক্লাবহাউজ, রঙ বাংলাদেশ, সৃষ্টিতে পেয়ে যাবেন চমৎকার সব কুর্তি। এছাড়া নিউ মার্কেট, গাউসিয়া, মৌচাকসহ বিভিন্ন মার্কেটে নতুন কাট ও প্যাটার্নের সুন্দর ট্রেন্ডি কুর্তি পাবেন। চাইলে বিভিন্ন অনলাইন পেজ থেকে নিতে পারেন। আবার নিজেই পছন্দমতো কাপড় কিনে ডিজাইন করে বানিয়ে নিতে পারেন।
এসএকেওয়াই/কেএসকে/জিকেএস