ট্রেন্ডে এখন ফারসি সালোয়ার, কোথা থেকে এলো?

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৫ জুলাই ২০২৫
ছবি: সংগৃহীত

নিজেকে সবার মাঝে একটু আলাদা করে ফুটিয়ে তুলতে নতুন প্রজন্মের আগ্রহ এখন একটু বেশি। ফ্যাশনের ক্ষেত্রে সময়ের সর্বশেষ ট্রেন্ডকেই নিজের স্টাইলে তুলে ধরতে চায়। যার ফলে ফ্যাশনে নতুন নতুন ধারার পাশাপাশি বহু বছর আগের কোনো ট্রেন্ডকেও আবার ফিরে আসতে দেখা যায়। আন্তর্জাতিক প্রভাব আর দেশীয় নিজস্ব সংস্কৃতির ছোঁয়ায় পোশাকের ফ্যাশনে থাকে রং ও নকশায় বিশ্বায়নের ছাপ।

এ বছরের শুরু থেকেই দেখা যাচ্ছে ঢিলেঢালা ফারসি সালোয়ারের ট্রেন্ড। মোঘল আমলে এই সালোয়ারের উৎপত্তি। একসময় আভিজাত্যের প্রতীক হিসেবে ব্যবহার হতো। বর্তমানে ফ্যাশন ট্রেন্ডে সালোয়ার আবার ফিরে এসেছে। ফারসি সালোয়ারের জনপ্রিয়তার পালের হাওয়ায় বাতাস দিয়েছেন ফ্যাশন স্টাইলিস্টরা। পাকিস্তানি টিভি ড্রামা আর ইনফ্লুয়েন্সারদের কল্যাণে ফারসি পায়জামা পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে গেছে।

এছাড়া ঢিলেঢালা আর আরামদায়ক হওয়ায় বছরজুড়েই আলোচনায় রয়েছে ফারসি সালোয়ার। এই সালোয়ারের বৈশিষ্ট্য হলো এটি বেশ লম্বা হয় এবং পরলে প্রায় মেঝেতে ছুঁয়ে যায়। ফারসি শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে, যার অর্থ মেঝে।

যেভাবে পরা যায়
ফারসি সালোয়ার ক্যাজুয়েল থেকে শুরু করে যে কোনো জমকলো অনুষ্ঠানে রাজসিক সৌন্দর্য প্রদর্শনে পরতে পারেন। মূলত সালোয়ারকে প্রাধান্য দেওয়া হয়। তাইতো এই সালোয়ারের সঙ্গে পরার কামিজের নিচে কাবলি পোশাকের মতো গোল কাট কিংবা কামিজের দৈর্ঘ্যে কিছুটা ছোট হয়। এতে সালোয়ারের কুচিগুলো ভালোভাবে বোঝা যায়। যাদের শরীর ভারী তারা লং কামিজের সঙ্গে এই সালোয়ার পরলে ভালো দেখাবে। মোট কথা লং কিংবা শর্ট উভয়ের সঙ্গেই ভালো মানায় ফারসি সালোয়ার। এছাড়া নিয়মিত পরার জন্য কো-অর্ড সেটের মতো একই নকশা আর উপকরণে তৈরি করে পরতে পারেন।

কাপড় ও নকশা
রাজকীয় নকশা ও আধুনিক ট্রেন্ডের অপূর্ব সংমিশ্রণের পোশাকের ডিজাইনে রয়েছে স্ক্রিন প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি, লেইস ও সিকোয়েন্সের কাজ। লিনেন, ধুপিয়ান সিল্ক, তসর সিল্ক অথবা রেমি কটনের গজ কাপড় কিনে বানিয়ে নিতে পারেন ফারসি সালোয়ার। সিল্ক আর বেনারসি কাপড় দিয়ে তৈরি করতে পারেন বিয়তে পরার উপযোগী সালোয়ার।

কোথায় পাবেন
আড়ং, দেশীদশ, সারা লাইফস্টাইলসহ অনেক ফ্যাশন হাউসে পেয়ে যাবেন ফারসি সালোয়ার। বাজার ঘুরে কিনতে চাইলে যেতে পারেন যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেট বসুন্ধরা মার্কেটগুলোতে। অনলাইন প্ল্যাটফর্মে এই পোশাকটি বেশ জনপ্রিয় সেখান থেকেও কিনতে পারেন।

এসএকেওয়াই/কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।