মুহিবুল হাসান রাফি
একটি চিঠি লিখেছিলামযৌবনের স্বপ্ন, মাধুর্য, আবেগ মিশিয়ে বেশ কয়েক লাইনপাঠিয়েছিলাম পোস্টের খামেসেই চিঠি এখনো পাওনি, আমি জানি।
কত ভুল হয়, লেখা শব্দচয়নেভুল ঠিকানায় যায়,প্রাপকের ঠিকানা মুছে যায়, ভুল হয় পোস্টকোডঅতঃপর সব চিঠি ঠিকঠাক পৌঁছায় না, প্রাপকের কাছে।
তারপর পার হয়ে গেলো, কয়েক যুগএখনো লেপ্টে আছে স্মৃতিগুলো,গোধূলী বেলার খেয়াঘাট, খোলা চুলউঁচু খোঁপা, অপেক্ষিত কত আয়োজন।
পথ চেয়ে বসে আছো, বুকে জড়িয়ে কবিতাপত্রিকার শিরোনামে, কত কলামঅথচ নেই কোনো প্রশান্তি।
হুমায়ুন আহমেদ, আহমদ ছফা, নির্মলেন্দু গুণ, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সকলেরই কবিতা ভীষণ প্রিয়অথচ জানতেই পারোনিশত রাত তোমায় ভেবে লিখেছিদেরাজে বন্ধ দুইশ এগারোটি কবিতা।
এসইউ/এএসএম