গাইবান্ধায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য আল-আমিনসহ (২৪) ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সদরসহ ছয় উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে শনিবার সকাল থেকে রোববার দুপুর পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। আল-আমিন গোবিন্দগঞ্জ তালুকানুপুর ইউনিয়নের চকশেরপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। এর মধ্যে নাশকতার মামলায় সুন্দরগঞ্জ থানায় একজন জামায়াতের কর্মীসহ ওয়ারেন্টভুক্ত আসামি, নাশকতা, মারপিট, ভাঙচুর ও মাদকসহ বিভিন্ন মামলার ৩৮ জন গ্রেফতার হয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ জানান, জেলার বিভিন্ন এলাকা থেকে জেএমবির সদস্যসহ মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অমিত দাশ/এআরএ/পিআর