সাহিত্য

তুমি অথবা তোমার ছায়া এবং অন্যান্য

তুমি অথবা তোমার ছায়া

ভাবছি একটি বৃষ্টি দিনের কথাগল্প মাখা বিকেলভাবছি—আর ভাবতেই একটি তুমি অথবা তোমার ছায়াহেঁটে আসে!লিখছি, একটি বৃষ্টি দিনের কবিতাশব্দহীন প্রতিটি ফোঁটা কাগজেনিরেট আর স্বচ্ছলিখছি—আরবারান্দার রেলিংয়ে কেউ হাসেতখনো বৃষ্টি পড়েস্বচ্ছ কাগজ ভেজে আমি আসলে ভাবছি একটি বৃষ্টি দিনের কথা।

****

চাঁদটি হাঁটছিল

চাঁদটি হাঁটছিলঅনেকদিন একা থাকার পরকোথাও যাওয়ার ছিল চাঁদটি হাঁটছিল— পথ ছিল না মেয়েটির পায়ে পায়ে জড়িয়েকিছু ভবঘুরে মেঘ দুপুর পেরিয়ে গেলো— অনেকদিন একা থাকার পরচাঁদটি তখনো হাঁটছিল!

****

সুখ ও সুগন্ধী আঁচল

আমার সমস্ত বিষণ্নতা ঢেলে দিলামচায়ের কাপেতুমি ধোঁয়া হয়ে উঠে এসো বুকে! আমার অস্থিতে এখন নির্জনতাদু’আঙুলের করে ধরা ধোঁয়ার সুখফুলনির্ভরতার সিঁড়ি খুঁজিসুগন্ধি আঁচলেটেবিলে চা’র কাপ; ধোঁয়া হয়ে উঠে এসোবুকে।

এসইউ/জেআইএম