তথ্যপ্রযুক্তি

পুরোনো আইফোন এক্সচেঞ্জ করার আগে যে কাজ জরুরি

পুরোনো আইফোন এক্সচেঞ্জ বা বিক্রি করেন অনেকেই। সম্প্রতি বাজারে এসেছে নতুন আইফোন সিরিজ। ফলে নতুন আইফোন কেনার কথা ভাবছেন অনেকেই। সেই সঙ্গে পুরোনো আইফোন নিয়ে কি করবেন তাও চিন্তার বিষয়। অনেকেই ফোন এক্সচেঞ্জ করেন, অনেকে আবার বিক্রি করেন।

তবে পুরোনো আইফোন এক্সচেঞ্জ করেন কিংবা বিক্রি করেন তার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ব্যক্তিগত তথ্য যেন নিরাপদ থাকে, এবং নতুন ব্যবহারকারী যেন কোনোভাবেই আপনার ডাটা না পায়। এজন্য কিছু কাজ করা জরুরি। আসুন জেনে নেওয়া যাক সেসব-

১. ডেটার ব্যাকআপ নাওএক্সচেঞ্জের আগে প্রথমেই আপনার আইফোনের সব ডাটা (ছবি, ভিডিও, কনট্যাক্ট, অ্যাপ ডাটা ইত্যাদি) ব্যাকআপ করতে হবে। এজন্য সেটিংসে যান। তারপর আইক্লাউড > আইক্লাউড ব্যাকআপ > ব্যাকআপ নাউ।

২. আইক্লাউড, আইমেসেজ, ফেসটাইম থেকে সাইন আউট করুনঅ্যাপল আইডি সক্রিয় থাকলে নতুন ব্যবহারকারী সমস্যায় পড়বে, আবার আপনি নিজেও ঝুঁকিতে পড়তে পারেন। তাই অবশ্যই সাইন আউট করতে হবে। সেটিংসে গিয়ে সাইনআউট করে নিন সব।

৩. পেয়ার করা ডিভাইস আনপেয়ার করুনঅ্যাপল ওয়াচ ব্যবহার করলে সেটি আনপেয়ার করুন। অন্য কোনো ব্লুটুথ ডিভাইস থাকলে সেগুলোও ডিসকানেক্ট করুন।

৪. সব ধরনের পেমেন্ট/কার্ড তথ্য সরিয়ে ফেলুনসেটিংস > ওয়ালেট & অ্যাপল পে > সব কার্ড মুছে ফেলুন। সাবস্ক্রিপশনগুলো (যেমন অ্যাপল মিউজিক, আইক্লাউড স্টোরেজ, নেটফ্লিক্স ইত্যাদি) নতুন ডিভাইসে ট্রান্সফার করে ফেলুন।

৫. ফ্যাক্টরি রিসেট করুনসবশেষে ফোনকে একদম নতুন অবস্থায় ফিরিয়ে আনতে ফ্যাক্টরি রিসেট করুন। এজন্য সেটিংস > জেনারেল > ট্রান্সফার অর রিসেট আইফোন > ইরেজ অল কনটেন্ট অ্যান্ড সেটিংস। পাসওয়ার্ড দিলে ফোন একেবারে ফ্যাক্টরি মোডে চলে যাবে। এতে আপনার সব ছবি, ফাইল, অ্যাপ ডাটা, অ্যাপল আইডি, পাসওয়ার্ড সবকিছু মুছে যাবে।

আরও পড়ুনআইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে কেন ভালো ছবি ওঠেসবচেয়ে পাতলা আইফোন হতে যাচ্ছে আইফোন ১৭

কেএসকে/জেআইএম