আত্মহত্যা ঠেকাতে নতুন টুল চালু করেছে ফেসবুক। এখন পর্যন্ত ১৪৮ মিলিয়ন ভারতীয় ব্যবহারকারীর জন্য আত্মহত্যা প্রতিরোধে নতুন টুল চালু করেছে ফেসবুক। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে বিষন্নতার হার অনেক বেশি। শুধু তাই নয়, অন্যান্য দেশের তুলনায় ভারতে আত্মহত্যার হারও বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এখনো ভারতসহ বিশ্বের বেশ কিছু উন্নয়নশীল দেশে মানসিক সমস্যা নিয়ে কথা বলা নিষিদ্ধ ব্যাপার বলে মনে করা হয়। ইতোমধ্যেই ফেসবুকের নতুন কিছু টুল সংযোজন করা হয়েছে। এতে কারো মধ্যে আত্মহত্যার প্রবণতা থাকলে সমর্থন সংস্থাগুলো এবং ব্যবহারকারীর বন্ধুরা তাকে আত্মহত্যা থেকে বিরত থাকতে সাহায্য করতে পারবে। ইন্টারনেটের নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব সম্প্রতি একটি রাশিয়ার আন্ডারগ্রাউন্ড মার্কেটপ্লেসের তথ্য প্রকাশ করেছে। এরা ১৭৩টি দেশের ৭০ হাজার ৬০০ সার্ভারের মজুদকৃত তথ্য বিক্রি করেছে। আত্মহত্যা ঠেকাতে ভিডিও মাধ্যমগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে ইন্টারনেটে ভিডিও খুব জনপ্রিয় একটি মাধ্যম। একটা সময় হয়তো নিউজ ফিডে ব্যবহারকারীরা শুধু ভিডিও পোস্ট করবে। সেই দিন বেশি দূরে নয়। টিটিএন/পিআর