দেশজুড়ে

পাঁচবিবিতে ভেজাল সেমাই জব্দ

জয়পুরহাটের পাঁচবিবিতে অনুমোদনহীন কারখানা থেকে লক্ষাধিক টাকার ভেজাল সেমাই জব্দ করে নদীতে ফেলে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হাসান এই জরিমানার আদেশ দেন। পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বাগজানা ইউনিয়নের সোনাপুর তাঁতিপাড়া গ্রামে বিএসটিআই অনুমোদনহীন কারখানায় ভেজাল সেমাই তৈরি করা হচ্ছিল। বুধবার রাতে পুলিশ ঘটনাস্থল থেকে একটি মেসি-ট্রাক্টর ভর্তি ভেজাল সেমাই আটক করে থানায় নিয়ে আসে। পরে বৃহস্পতিবার বিকেলে কারখানার মালিক একই গ্রামের ফেকু শেখের ছেলে আব্দুল কুদুস (৪৮) ও কিতাব উদ্দিনের ছেলে এনামুল হককে (৩৩) ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এরপর আদালতের বিচারক তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ভেজাই সেমাইগুলো আদালতের নির্দেশে নদীতে ফেলে ধ্বংস করা হয়।রাশেদুজ্জামান/এআরএ/পিআর