জাতীয়

বাংলাদেশি যুবকের প্রাণ বাঁচালো চার ভারতীয়

বিরল গ্রুপের রক্তদান করে দৃষ্টান্ত স্থাপন করলো ভারতীয় চার যুবক। বাংলাদেশি যুবক মোহাম্মদ কামারুজ্জামানকে (২৫) এ বিরল গ্রুপের রক্তদান করেন ভারতের মুম্বইয়ের চার যুবক। তারা হলেন- স্বপ্না সবন্ত, কৃষ্ণনন্দ কোরি, মেহুল ভেলেকর এবং প্রবীণ শিন্ডে।জানা যায়, গত ২১ মে (শনিবার) ঢাকায় একটি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন কামারুজ্জামান। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে অস্ত্রোপচার করতে গিয়ে চিকিৎসকরা দেখেন কামারুজ্জামানের রক্তের গ্রুপ একেবারে ‘বিরল’। দেশের কোনো ব্লাড ব্যাঙ্কেই খোঁজ মেলেনি ওই গ্রুপের রক্তের। চিকিৎসকরা জানান, বিরল ব্লাড গ্রুপের নাম ‘বম্বে’।দেশের কোথাও ওই গ্রুপের রক্তের খোঁজ না পেয়ে অনলাইনের মাধ্যমে খোঁজ শুরু করেন কামারুজ্জামানের পরিবার। পরে জানতে পারেন, ভারতে চারশোরও কম মানুষ আছেন যাদের এই ব্লাড গ্রুপ রয়েছে। তাদের মধ্যে থেকে কয়েক জনকে চিহ্নিত করা হয় এবং আহত কামারুজ্জামানকে রক্ত দিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসেন ওই চার মুম্বইবাসী।বিশেষ ধরনের প্লাস্টিক প্যাকেটে আইজেলের মাধ্যমে ওই রক্ত আজ (শনিবার) ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা হবে।আরএস/আরআইপি