শত শত সূর্য জ্বলছে আমার শরীরে
তাকিয়ে দ্যাখো—ভালো করেভেঙে আছি টুকরো কাচের মতোভালো করে দ্যাখোভাঙনগুলো দেখতে পারবে।
কিছু ভাঙন গোল—তারার মতো ছড়িয়েগ্রহ, গ্রহাণু সৌরজগতের মতোকিছু ভাঙন লম্বা—বিরাট লম্বা, অংশ–অংশ বাঁকানিঃশব্দ প্রবাহিত, দুঃখের দাগকিছু ভাঙন অগোছালো—গভীর, অন্তর্ঘাতচৌচির—শক্তি আর সৌন্দর্য।
কিছু ভাঙন খাঁজকাটা—কেটে দেয় এখনোস্পর্শ করলেই যন্ত্রণার স্মৃতিভেঙে ভেঙে গেছি—ভাঙেনি, হয়েছি প্রিজমশত শত সূর্য জ্বলছে আমার শরীরে।
****
ভালোবাসি, কেবল ভালোবাসি
ভালোবাসি সমুদ্রের বালুতটে—নীল ইনানীতেমিষ্টি হাওয়া আর ঢেউয়ে, নুড়ি-পাথরের করতালিতে।
ভালোবাসি নির্জনে, চা বাগানের সবুজেভালোবাসি তর্জনে, মেঘনার প্রান্তরেপদ্মার বালুচরে, গহীন সুন্দরবনেভালোবাসি দর্শনার জংশনে।
ভালোবাসা যখন অন্যায় তখনো ভালোবাসিভালোবাসা যখন অপরাধ তখনো ভালোবাসি।
ভালোবাসি, কেবল ভালোবাসি।
****
অস্থির, সীমাহীন
আমাকে কেন অভিব্যক্তি প্রকাশ করতে হবে!—মাঝেমধ্যে মনে হয়মুখের উপর পরে ছাই হয়ে নতুন অনুভূতিগুলি!
শরতের এক টুকরো আকাশ ভেঙে পড়েছে তোমার মুখেস্বচ্ছ নীল, সাদামেঘ, বলাকার দলঝিরবাতাস, মিষ্টিরোদ, ঝিলমিল আলোকেওক্রাডং-এর বিকেল হয়েছে উঠেছে যেন।
সাঙ্গুর ঢেউ আশীর্বাদ করছে তোমাকেবুনোফুলগুলি তোমার সঙ্গে কথা বলেবিস্তৃত সবুজের ঢেউ তোমার আঙিনা।
হিংসার বারুদের ঢেউ ওঠে আমার মনে!— করে তোলে অস্থির, সীমাহীন।
এসইউ