তোমাকে ভালোবেসে অন্য এক মানুষ হয়েছিসহজ-সরল পথ ছেড়ে পাহাড়ি পথের মতো কঠিন পথে হেঁটেছিকাঁদা মাটির মন ছেড়ে পাথুরে পথ হয়েছিরোদ্দুর মেঠোপথ ছেড়ে আষাঢ়ের বৃষ্টি হয়েছিকোমলতা রেখে কঠিনকে ভালোবেসেছিতোমাকে ভালোবেসে যুদ্ধের সৈনিক হয়েছি।
তোমাকে ভালোবেসে অন্য এক মানুষ হয়েছিযা কিছু মন্দ মুহূর্তে তা ছাড়তে শিখেছিভয়-ডর ছেড়ে প্রতিবাদের সমাবেশ করা শিখেছিজ্বি, হ্যাঁ, পারবো বলা থেকে মুহূর্তেই না বলা শিখেছিমানুষকে মুগ্ধ করার বদলে নিজেকে ভালোবেসেছি।
তুমি এক কঠিন অধ্যায়তোমার অধ্যায়ে মনোনিবেশে আছি।
****
স্মৃতি ফিরে আসেহৃদয়ের মন পাখি ডানা ঝাপটায়পাখি, ফুল, গাছের কাছে ফিরে আসিমানুষজন সব অভিনেতা-অভিনেত্রী লাগেকেমন ভদ্রতার মুখোশ পরে থাকেনানা শান্তির নীতি ছড়িয়ে ভালো সাজেতারাই গোপনে দেওয়ালে দেওয়ালে বিভাজনের নীতি লেখে।
কান্না ফিরে আসেকেমন করে বর্ষার বাদলের মতো ঝরঝর ঝরেবেদনারা মেঘের মতো উড়ে যেতে যায়তবুও ছবি আঁকা সব স্মৃতি ফিরে আসেবিভাজনের লেখা মানুষ অট্টহাসিতে ফেটে পড়েবালিকা সব গুটিয়ে বৃক্ষ হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকে।
****
চুপ যাওআমি বলতে চাই এখনই চুপ যাওএসবের কোনো মানে নেইআমাকে যে ভালোবাসো না আমি জানিতোমাদের প্রত্যেকের শিরা-উপশিরা চিনিতোমরা স্নেহের আবডালে আঘাত দিয়ে উল্লাসে মাতো, তা-ও আমি জানিতোমাদের মজ্জার ভেতরে আঘাতের নেশা ঘিরে থাকেতোমাদের হাসির চপলতার ভেতর দুঃখ থাকেআমাকে বোঝাতে এসো না বরং এখনই চুপ যাও।
আমি বলতে চাই এখনই চুপ যাওএসবের কোনো মানে নেইআমাকে ঘিরে যে গোপনে বৈঠক বসাও আমি জানিআমাকে নিয়ে উপাখ্যান ছেড়ে দাওতোমরা যে উপেক্ষা করে নিশ্চিত আরামে ঘুমাও তা-ও আমি জানিতোমরা লোকের ঠান্ডা বুকে আগুন ঝরাওতোমরা স্থিরতায় অস্থিরতা ছড়িয়ে লেলিহান শিখা ছড়াওআমাকে কিছুই জানাতে এসো না বরং এখনই চুপ যাও।
এসইউ/জেআইএম