রাজধানীতে শুরু হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহত্তম প্রযুক্তি মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫’। সোমবার (৮ ডিসেম্বর) আগারগাঁওয়ের আইডিবি ভবনে শুরু হবে ছয় দিনব্যাপী এই মেলা, যা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ডগুলো তাদের সর্বাধুনিক পণ্য নিয়ে অংশ নেবে এ আয়োজনে। মেলায় থাকছে বিশেষ মূল্যছাড়, নিশ্চিত উপহার, ক্যাশব্যাকসহ আকর্ষণীয় অফার।
এবারও অনুষ্ঠিত হচ্ছে শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, যা অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর (শুক্রবার) বিসিএস কম্পিউটার সিটির উন্মুক্ত মঞ্চে। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হিসেবে থাকছে গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড ‘গিগাবাইট’।
গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হচ্ছে শিশু চিত্রাংকন প্রতিযোগিতা। সবাইকে আহ্বান জানাই সিটি আইটি মেগা ফেয়ার ঘুরে দেখতে ও উৎসবে অংশ নিতে।’ তিনি জানান, ৮ ডিসেম্বর থেকেই জমে উঠবে সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫।
চারটি গ্রুপে প্রতিযোগিতাআয়োজকরা জানিয়েছেন, বয়সভিত্তিক চারটি গ্রুপে অনুষ্ঠিত হবে চিত্রাংকন প্রতিযোগিতা-গ্রুপ ক: ৪ থেকে ৮ বছর (বিষয়: উন্মুক্ত)গ্রুপ খ: ৯ থেকে ১২ বছর (বিষয়: আমার বাংলাদেশ)গ্রুপ গ: ১৩ থেকে ১৫ বছর (বিষয়: জেন-জি)গ্রুপ ঘ: বিশেষ শিশুদের গ্রুপ (বিষয়: উন্মুক্ত)
অংশগ্রহণের নিয়মাবলী১. ২ কপি স্ট্যাম্প সাইজ ছবি জমা দিয়ে নির্দিষ্ট আবেদনপত্রে আবেদন করতে হবে। আবেদনপত্র পাওয়া যাবে বিসিএস কম্পিউটার সিটির গিগাবাইট প্যাভিলিয়ন থেকে।২. বয়স বা শ্রেণির প্রমাণ হিসেবে স্কুল আইডি কার্ড/প্রমাণপত্রের ফটোকপি জমা দিতে হবে।৩. ছবি আঁকার কাগজ ছাড়া অন্যান্য সরঞ্জাম প্রতিযোগীকে নিজ দায়িত্বে আনতে হবে।৪. ৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত গিগাবাইট প্যাভিলিয়নে নিবন্ধন করা যাবে।৫. প্রতিযোগিতার সময়সীমা সব গ্রুপের জন্য এক ঘণ্টা।৬. মেলার বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।৭. সীমিত আসনের ভিত্তিতে ‘আগে এলে আগে’ নিবন্ধন করা হবে; প্রতিযোগিতার দিন কোনো নিবন্ধন নয়।৮. ছবিসহ পরিচয়পত্র ছাড়া কেউ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।৯. প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর সকাল ১০টায় বিসিএস কম্পিউটার সিটির উন্মুক্ত মঞ্চে।
মেলা আয়োজকরা জানিয়েছেন, শিশু চিত্রাংকন প্রতিযোগিতাকে কেন্দ্র করে মেলার পরিবেশ উৎসবমুখর হয়ে উঠবে। প্রতিদিন দর্শনার্থীদের জন্য থাকবে কনসার্ট, র্যাফল ড্র, বিশেষ ছাড়, টেক সেলিব্রিটিদের আড্ডা এবং ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ উপহার।
আরও পড়ুনসোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেওসত্যিই কি ভবিষ্যতে ফোন-কম্পিউটার থাকবে না?
শাহজালাল/কেএসকে/জেআইএম