আইন-আদালত

নির্বিঘ্নে নির্বাচনি প্রচারণা চালাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পর পর তিনবার নিজের নির্বাচনি প্রচারণায় হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী মহিব উল্ল্যাহ খোকন।

সোমবার (৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন। এসময় নির্বিঘ্নে ও বাধামুক্ত প্রচার চালাতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আরও পড়ুনবিশেষ একজন ছাড়া সবাই খারাপ, এই ধারণার পরিবর্তন জরুরি: তারেক রহমান জামায়াত আধিপত্যবাদী রাজনীতির ‘নতুন খেলোয়াড়’: এনসিপি 

সংবাদ সম্মেলনে সাবেক ছাত্রদল নেতা ও সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, আমি ভিন্নধর্মী প্রচার-প্রচারণা চালাই। গণসংযোগের সময় আমার সঙ্গে কোনো কর্মী বাহিনী থাকে না। শুধু আমার স্ত্রী, একমাত্র কন্যা সন্তান ও ছোট ভাইকে নিয়ে ভোটারদের কাছে যাই। এটাও আমার প্রতিপক্ষরা সহ্য করতে পারছেন না। পর পর তিনবার আমার ওপর হামলা হয়েছে। গাড়িও ভাংচুর করেছে।

তিনি বলেন, হামলার পর প্রথমবার থানায় গেলে মামলাও নেয়নি। এর পর দ্বিতীয়বার হামলার ঘটনা ঘটে। আবার তৃতীয় পর্যায়ে হামলার পর মামলা নিলেও পুলিশ আসামি গ্রেফতার করছে না। হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

এই আইনজীবী আরও বলেন, এর পরেও আমি ভীত নই। আমি মাঠে যাবো। মানুষের কাছে ভোট চাইবো। আমি চাই নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন আমাকে নিরাপত্তা দেবে। আমি যেন নির্বিঘ্নে প্রচার চালাতে পারি, তারা সেই ব্যবস্থা নেবেন।

এফএইচ/কেএসআর