তথ্যপ্রযুক্তি

যেভাবে বুঝবেন স্মার্টফোনের আয়ু শেষ হতে চলেছে

আজকের পৃথিবীতে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি কাজ, বিনোদন, নেভিগেশন থেকে শুরু করে ব্যক্তিগত তথ্যসংরক্ষণ পর্যন্ত সবকিছুই সামলায়। তাই এই গুরুত্বপূর্ণ ডিভাইসটি কখন পুরোপুরি অচল হতে পারে, তা আগে থেকেই জানা জরুরি। আপনার ফোন শেষ বয়সের দিকে এগোচ্ছে এমন কিছু স্পষ্ট লক্ষণ আছে, যেগুলো নজরে রাখলে বড় সমস্যার হাত থেকে বাঁচা সম্ভব।

ব্যাটারি আচরণ বদলে যাওয়া প্রথম সতর্কবার্তা

মৃতপ্রায় ফোনের সবচেয়ে সাধারণ লক্ষণ হলো ব্যাটারি সমস্যা। দ্রুত চার্জ কমে যাওয়া, দিনে বারবার চার্জ দিতে হওয়া, কিংবা ২০-৩০ শতাংশ চার্জ থেকেও হঠাৎ করে ফোন বন্ধ হয়ে যাওয়া এসবই বিপদের ইঙ্গিত। এছাড়া ফোন দীর্ঘ সময় চার্জে রাখলেও যদি ১০০ শতাংশ হতে দেরি হয়, ব্যাটারি ফুলে যায় বা ডিভাইস অস্বাভাবিক গরম হতে থাকে, তবে সময় এসেছে সতর্ক হওয়ার।

ফোনের ব্যাটারি হেলথ পরীক্ষা করেও অনেক ধারণা পাওয়া যায়। অ্যান্ড্রয়েডে সেটিংসে গিয়ে ব্যাটারি স্ট্যাটাস দেখুন আর আইফোনে ব্যাটারি→ ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং এ গিয়ে ব্যাটারির প্রকৃত অবস্থা জানা যায়।

পারফরম্যান্স কমে যাওয়া পারফরম্যান্স কমে যাওয়া ফোনের বার্ধক্যের সোজাসাপটা লক্ষণ। একসময় যেসব কাজ ফোন মুহূর্তেই করত, সেগুলো হঠাৎ করে ধীর হয়ে গেলে সমস্যা স্পষ্ট। অ্যাপ ওপেন হতে দেরি হওয়া, কিবোর্ডে টাইপ করলে ল্যাগ করা, টাস্ক সুইচিংয়ে হ্যাং করা এসবই ইঙ্গিত দেয় আপনার ফোন তার ক্ষমতা হারাচ্ছে।

স্টোরেজ-সংক্রান্ত সমস্যাও একটি বড় লক্ষণ। অপ্রয়োজনীয় ফাইল বা অ্যাপ মুছেও যদি ফোন বারবার আউট অব স্টোরেজ দেখায়, তবে ডিভাইসটি আর আপনার ব্যবহারের উপযোগী নেই বলেই ধরে নিতে হবে।

সফটওয়্যার আপডেট না আসাবেশ কিছু ফোন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সফটওয়্যার আপডেট পাওয়া বন্ধ করে দেয়। এতে শুধু নতুন ফিচারই মিস হয় না, সাইবার নিরাপত্তার ক্ষেত্রেও তৈরি হয় বড় ঝুঁকি। পুরোনো অপারেটিং সিস্টেমে সোশ্যাল মিডিয়া বা ব্যাংকিং অ্যাপ ঠিকভাবে কাজ নাও করতে পারে এবং হ্যাকারদের নজরেও পড়ে যেতে পারে সহজে।

যদি ফোন দীর্ঘদিন আপডেট না পায়, তাহলে বুঝতে হবে ডিভাইসটি আর সমসাময়িক অ্যাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এমন পরিস্থিতিতে ফোন বদলে ফেলা ছাড়া উপায় থাকে না।

আরও পড়ুনফোন হ্যাক হলে বুঝবেন যেভাবেবিশ্বের সবচেয়ে ছোট ফোন, ওজন মাত্র ১৩ গ্রাম

কেএসকে/