তথ্যপ্রযুক্তি

অন্যের স্টোরি নিজের ইনস্টাগ্রামে রিশেয়ার করতে পারবেন

 

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ইনস্টাগ্রাম এবার তার স্টোরি ফিচারে নিয়ে এসেছে বড় পরিবর্তন। আগে কোনো স্টোরি রিশেয়ার করতে হলে সাধারণত সেই ইউজারকে আপনাকে ট্যাগ করতে হতো বা মেনশন করা থাকতে হতো। কিন্তু নতুন আপডেটে সেই বাধা আর থাকছে না। এখন থেকে যে কোনো ইউজার পাবলিক অ্যাকাউন্টের যে কোনো স্টোরি নিজের প্রোফাইলে রিশেয়ার করতে পারবেন, এমনকি ট্যাগ থাকা ছাড়াই।

বিশ্বব্যাপী আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মেই রোল আউট হয়েছে এই নতুন সুবিধা। নতুন কী সুবিধা মিলবে? নতুন আপডেট অনুযায়ী-কোনো পাবলিক অ্যাকাউন্টের স্টোরি দেখলেই ইউজারের সামনে অ্যাড টু স্টোরি অপশন দেখাবে।

সেই অপশন চাপলেই স্টোরিটি নিজের স্টোরিতে যুক্ত হয়ে যাবে। রিশেয়ার করা হলে ক্রেডিট বা সোর্স অটোমেটিকভাবে দেখাবে ইনস্টাগ্রাম। ট্যাগ থাকা বা পারমিশন দেওয়ার মতো ঝামেলা আর নেই। এটি বিশেষ করে তথ্যভিত্তিক কনটেন্ট, ইভেন্ট, ট্রেন্ডিং স্টোরি, সংবাদ বা শিক্ষামূলক স্টোরি ছড়িয়ে দিতে বড় ভূমিকা রাখবে।

তবে সবার স্টোরি তো আর সবার ইচ্ছামত রিশেয়ার করা ঠিক নয়। আবার নিরাপদও নয়। সেই কারণে ইনস্টাগ্রাম এনেছে নতুন প্রাইভেসি অপশন। ‘অ্যালাউ শেয়ারিং টু স্টোরি’ সেটিং চালু থাকলে যে কেউ আপনার পাবলিক স্টোরি রিশেয়ার করতে পারবে। বন্ধ করে রাখলে কেউই রিশেয়ার করতে পারবে না, এমনকি পাবলিক অ্যাকাউন্ট হলেও। এটি সরাসরি ক্রিয়েটরদের কনটেন্ট সুরক্ষা, কপিরাইট সচেতনতা, এবং রিচ কন্ট্রোল নিশ্চিত করবে।

কীভাবে স্টোরি রিশেয়ার করবেন? প্রক্রিয়াটি খুবই সহজ, দেখে নিন-

১. ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন২. যে কোনো পাবলিক অ্যাকাউন্টের স্টোরি দেখুন৩. স্টোরির নিচে বা ডানদিকে থাকা ‘অ্যাড টু স্টোরি’ অপশনে ক্লিক করুন৪. চাইলে স্টিকার, টেক্সট বা গিফ যোগ করতে পারেন৫. এরপর শেয়ার চাপলেই স্টোরি আপনার প্রোফাইলে পোস্ট হয়ে যাবে

আরও পড়ুনইনস্টাগ্রামে আসছে নতুন এআই ফিচার, যেসব সুবিধা পাবেনটিকটকের জনপ্রিয় ফিচার পাবেন ইনস্টাগ্রামে

সূত্র: লাইভমিন্ট

কেএসকে/