আইন-আদালত

জনপ্রশাসন কর্মকর্তা ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়ার অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) কামাল হোসেনসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ওই কর্মকর্তার পরিবারের সদস্যরাও এ নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

দুদকের উপ-সহকারী পরিচালক মনজুরুল ইসলাম মিন্টু বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে এ আবেদন করেন।

দুদকের আবেদনে বলা হয়, মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ৩৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে চাকরি পেতে কামাল হোসেন জালিয়াতি করে নিজের চাচা আহসান হাবীব ও চাচি সানোয়ারা খাতুনকে জন্মদাতা বাবা-মা হিসেবে দেখান। এভাবে মহান মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে প্রতারণা ও রাষ্ট্রীয় সুবিধা হাসিলের অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলমান।

তদন্ত কর্মকর্তার প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আবেদনে আরও বলা হয়, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কামাল হোসেন, তার বাবা-মা ও স্বজনরা দেশত্যাগের চেষ্টা করতে পারেন। এতে মামলার তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই পাঁচজনের বিদেশযাত্রা বন্ধে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন।

আদালত ওই আবেদন মঞ্জুর করে তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

এমডিএএ/এমকেআর/এমএস