ঝিনাইদহের কোটচাঁদপুরে অস্ত্র ও মাদকসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। সোমবার ভোরে কোটচাঁদপুর শহরের আদর্শপাড়া থেকে তাদের আটক করা হয়।ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মনির আহমেদ বলেন, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার পৌর কাউন্সিলর রেজাউল ইসলাম পাঠানের বাড়িতে অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে। খবর পেয়ে ভোরে ওই বাড়িতে হানা দিয়ে রেজাউল ইসলাম পাঠান, মিলন হোসেন ও মধু নামে ৩ জনকে আটক করে। সে সময় তাদের কাছ থেকে ১টি রিভলবার, ৪ রাউন্ড গুলি, ৭০ পিস ইয়াবা, ১২ বোতল ফেনসিডিল, ৫টি হাসুয়া, ১টি চাইনিজ কুড়াল, পুলিশের পোশাক ও নগদ ১ লাখ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়।এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল বলে র্যাব ধারণা করছে। আহমেদ নাসিম আনসারী/এসএস/আরআইপি