প্রবাস

আন্তর্জাতিক আইন মানতে ইসরায়েলের প্রতি মালয়েশিয়ার আহ্বান

ফিলিস্তিনি ভূখণ্ডসহ আন্তর্জাতিক আইনের আওতায় সব ধরনের বাধ্যবাধকতা পূর্ণাঙ্গভাবে পালনের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। ২২ অক্টোবর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) প্রদত্ত পরামর্শমূলক মতামতের আলোকে এ দাবি জানানো হয়।

১২ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবকে স্বাগত জানিয়ে মালয়েশিয়া জানায়, ওই প্রস্তাবে জাতিসংঘ, অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ও সংশ্লিষ্ট তৃতীয় দেশগুলোর প্রতি ইসরায়েলের দায়িত্ব ও দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় উইসমা পুত্রার এক বিবৃতিতে বলা হয়, এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি জনগণের কাছে মানবিক সহায়তার পথ নির্বিঘ্ন রাখা। বিশেষ করে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা (ইউএনআরডব্লিউএ), অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর মাধ্যমে। একই সঙ্গে ফিলিস্তিনিদের মৌলিক অধিকার সুরক্ষা এবং জাতিসংঘের বিশেষাধিকার ও দায়মুক্তি সম্মান নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট প্রস্তাবটি জাতিসংঘের সদস্য দেশগুলোর ব্যাপক সমর্থন পেয়ে ১৩৯ ভোটে গৃহীত হয়েছে।

মালয়েশিয়ার নেতৃত্বে সমমনা দেশগুলোর উদ্যোগে উত্থাপিত এ প্রস্তাব আন্তর্জাতিক আইনকে সমুন্নত রাখে এবং আইসিজের পরামর্শমূলক মতামতের সিদ্ধান্তসমূহ দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন ও সংশ্লিষ্ট জাতিসংঘ প্রস্তাবনার আলোকে ফিলিস্তিন ইস্যুতে ন্যায্য, সমন্বিত ও টেকসই সমাধান নিশ্চিত করতে মালয়েশিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে।

এমআরএম/এএসএম