জাতীয়

জলবায়ু সংবেদনশীল অঞ্চলের উন্নয়নে ৫১.৪ মিলিয়ন ডলার দেবে ইফাদ

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) বাংলাদেশে নতুন একটি প্রকল্পে ৫১ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের সহ-অর্থায়ন অনুমোদন করেছে। এই প্রকল্পের মোট বাজেট ২১১ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার। এর লক্ষ্য দেশের সবচেয়ে জলবায়ু-সংবেদনশীল অঞ্চলে প্রায় ১ দশমিক ১ মিলিয়ন মানুষের জীবিকা ও গ্রামীণ উদ্যোক্তা বাড়ানো।

শনিবার (১৩ ডিসেম্বর) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটি ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত হাওর, উপকূলীয় এলাকা, উচ্চ বরিন্দ ও নদী চর অঞ্চলে বাস্তবায়ন হবে। ক্ষুদ্র কৃষক, গ্রামীণ মাইক্রোএন্টারপ্রাইজ ও যুব উদ্যোক্তাদের সহায়তা করে প্রকল্পটি জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি, বৈচিত্র্যপূর্ণ ও টেকসই জীবনযাত্রা নিশ্চিত করবে।

প্রকল্পটি অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশন বাস্তবায়ন করবে এবং পিকেএসএফের মাধ্যমে কার্যকর করা হবে। জাতীয় স্টিয়ারিং কমিটি প্রকল্পের কৌশলগত তত্ত্বাবধান নিশ্চিত করবে।

আরও পড়ুনহাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চাইলো পুলিশ দেশের বাইরে চিকিৎসায় প্রতিবছর খরচ ৫ বিলিয়ন ডলার 

গ্রিন প্রকল্প ফসল, পশুপালন ও মৎস্য খাতে জলবায়ু-বুদ্ধিমানের অনুশীলন সম্প্রসারণ করবে, নবায়নযোগ্য শক্তি, দক্ষ পানি ব্যবহারের প্রযুক্তি, জৈব কৃষি পদ্ধতি এবং ক্ষুদ্র-মাপের প্রক্রিয়াকরণ প্রবর্তন করবে। পিকেএসএফের নেটওয়ার্কের মাধ্যমে নারী, যুব ও মাইক্রোএন্টারপ্রাইজের জন্য জলবায়ু-সচেতন আর্থিক পরিষেবা সম্প্রসারণ করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পটি অর্থ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে গ্রামীণ অর্থায়ন এবং উন্নয়ন পরিকল্পনায় জলবায়ু অভিযোজন, পুষ্টি ও লিঙ্গ সমতা সংযোজন করবে।

গ্রিন প্রকল্প বাংলাদেশের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, জাতীয় অভিযোজন পরিকল্পনা ও ডেল্টা প্ল্যান ২১০০-কে সমর্থন করবে। এটি দারিদ্র্য নিরসন, ক্ষুধা শূন্য, লিঙ্গ সমতা, বৈষম্য হ্রাস ও জলবায়ু কর্মসূচির মতো টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে অবদান রাখবে।

জেপিআই/কেএসআর