আন্তর্জাতিক

মমতা ব্যানার্জীকে গ্রেফতার করা উচিত: আসামের মুখ্যমন্ত্রী

ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

তিনি পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়ার অভিযোগ তোলেন এবং ঘটনাটিকে তিনি দীর্ঘদিনের ভিআইপি সংস্কৃতির ফল বলে বর্ণনা করেন।

মেসির কলকাতা সফরের সময় ঘটে যাওয়া বিশৃঙ্খলার প্রসঙ্গ তুলে ধরে হিমন্ত শর্মা বলেন, জবাবদিহি শুরু হওয়া উচিত শীর্ষ পর্যায় থেকে।

তিনি বলেন, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি একই সঙ্গে মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশের কমিশনারকে গ্রেফতার করা উচিত।

অন্য রাজ্যগুলোর বড় জনসমাবেশের সঙ্গে তুলনা টেনে হিমন্ত শর্মা বলেন, পশ্চিমবঙ্গে ভিড় ব্যবস্থাপনার ব্যর্থতা স্পষ্ট। তিনি বলেন, জুবিন গার্গের মৃত্যুর পর গুয়াহাটির রাস্তায় তিন দিন ধরে প্রায় ১০ লাখ মানুষ ছিল, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি। এখানে পোস্ট ম্যালোনের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে হয়েছে। প্রায় ৫০ হাজার মানুষ গিয়েছিল, কোনো ঘটনা ঘটেনি। মুম্বাইয়ে নারী বিশ্বকাপের ফাইনাল খেলা হয়েছে, সবকিছু শান্তিপূর্ণ ছিল।

তিনি আরও বলেন, কিন্তু পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য, যেখানে কিছুই পূর্বানুমান করা যায় না। সেখানে ভিআইপি সংস্কৃতি চরম পর্যায়ে রয়েছে।

হিমন্ত শর্মা বলেন, মেসি সারা বিশ্বের জন্য একজন আইকন। মমতা ব্যানার্জীকে আত্মসমালোচনা করা উচিত। পশ্চিমবঙ্গে প্রতিদিন নিরীহ মানুষ অত্যাচারের শিকার হচ্ছেন। এটি অত্যন্ত উদ্বেগের বিষয়।

মেসির বহুল প্রতীক্ষিত কলকাতা সফর শেষ পর্যন্ত বিশৃঙ্খলায় রূপ নেয়। দর্শকদের অভিযোগ, মাঠে ভিআইপি ও রাজনীতিবিদদের উপস্থিতির কারণে তারা বিশ্বকাপজয়ী এই তারকাকে ঠিকমতো দেখতে পারেননি, যার জন্য তারা টিকিট কিনেছিলেন। পরিস্থিতি আরও খারাপ হয় যখন মেসি অনুষ্ঠানস্থল ছেড়ে আগেভাগেই চলে যান। এরপর বিক্ষোভ, স্লোগান এবং সল্টলেক স্টেডিয়ামের ভেতরে ভাঙচুর শুরু হয়।

ক্ষুব্ধ দর্শকরা মাঠে প্লাস্টিকের বোতল ও চেয়ার ছুড়ে মারেন, তাঁবু ও একটি গোলপোস্ট ক্ষতিগ্রস্ত করেন এবং কেউ কেউ নিরাপত্তা ভেদ করেও মাঠে ঢুকে পড়েন।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হালকা বলপ্রয়োগ করে। পরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস জানান, ইভেন্টের আয়োজককে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে বিরোধী দলগুলো কথিত অব্যবস্থাপনার জন্য তৃণমূল কংগ্রেস সরকারকে দায়ী করে।

সূত্র: এনডিটিভি

এমএসএম