দেশজুড়ে

নারায়ণগঞ্জে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

নারায়ণগঞ্জের ফতুল্লার লঞ্চঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পাগলা নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, সকালের দিকে লঞ্চের ধাক্কায় এ ঘটনা ঘটলে তাৎক্ষণিক লঞ্চের দায়িত্বে থাকা লোকজন সাঁতরে পালিয়ে যান। আমরা লঞ্চটিকে আটক করেছি। বাল্কহেডটি পানিতে ডুবে যাওয়ায় এটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, বালুবোঝাই বাল্কহেডটিতে ৫ জন লোক ছিলেন। তারা প্রত্যেকেই সাঁতরে পাড়ে ওঠে আসেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এমএন/জেআইএম