ঘন চা-কফি খাওয়া হয়। কাজের এনার্জি বজায় রাখতে গরম চা-কফি অপরিহার্য মনে হয়। কিন্তু প্রতিবার চা বা কফি বানানো সম্ভব হয় না। তাই অনেকেই একবারে প্রচুর পরিমাণ চা বানিয়ে ফ্লাস্কে রাখেন। গরম চা বা পানি সংরক্ষণে ফ্লাস্ক ভরসার হলেও, এর সঠিকভাবে পরিচর্যা না করলে ভেতরে ময়লা ও দুর্গন্ধ জমে যায়। শুধু বাসন মাজা বা তরল সাবান দিয়েই ফ্লাস্ক পরিষ্কার করা যথেষ্ট নয়।
আসুন জেনে নেওয়া যাক শীতে ফ্লাস্ক পরিষ্কার করবেন যেভাবে-
১. গরম পানি ও সাবান দিয়ে পরিষ্কার করাবাসন মাজার তরল সাবান দিয়েও ফ্লাস্ক পরিষ্কার করা যায়। গরম পানির সঙ্গে লিকুইড সাবান মিশিয়ে বোতলে ঢেলে ২ ঘণ্টা রেখে দিন। এরপর লম্বা ব্রাশ দিয়ে বোতলের ভেতর ভালোভাবে ঘষে নিন। শেষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
২. বেকিং সোডা দিয়ে করাফ্লাস্কের ভেতরে এক টেবিল চামচ বেকিং সোডা ঢেলে দিন। এরপর অর্ধেক পানি ভরে বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিন। এভাবে ফ্লাস্কটি ১৫ মিনিট রেখে দিন। এরপর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। এতে ফ্লাস্কের ভেতরে জমে থাকা ময়লা এবং দুর্গন্ধ একেবারে পরিষ্কার হয়ে যাবে।
৩. লেবু দিয়ে পরিষ্কার করাদিনে দিনে ফ্লাস্কে চা রাখার কারণে মাঝে মাঝে দুর্গন্ধ বা ভেতরে সাদা ছোপ দেখা দিতে পারে। এই সমস্যা দূর করতে লেবুর সাহায্য নিতে পারেন। গরম পানি এবং লিকুইড সাবানের সঙ্গে ফ্লাস্কে কয়েক টুকরো লেবু নিন। তারপর লেবু দিয়ে বোতলটি ভালোভাবে পরিষ্কার করুন। লেবু বোতলের দুর্গন্ধ দূর করতে কার্যকর।
৪. ভিনিগার দিয়ে পরিষ্কার করাফ্লাস্ক পরিষ্কারের আরেকটি সহজ উপায় হলো ভিনিগার ও বেকিং সোডা ব্যবহার করা। ১ কাপ ভিনিগারের সঙ্গে ২ চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। মিশ্রণটি বোতলে ঢেলে ১৫ মিনিট রেখে দিন। এরপর গরম পানি ও সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। এতে ফ্লাস্ক ঝকঝকে হয়ে যাবে।
৫. টুথপেস্ট ব্যবহার করাফ্লাস্কের দুর্গন্ধ দূর করতে এবং দাগ পরিষ্কার করতে টুথপেস্ট ব্যবহার করা যায়। দুর্গন্ধ দূর করার জন্য বেকিং সোডা বা ভিনেগারের সঙ্গে মিলিয়ে টুথপেস্ট দিয়ে ফ্লাস্কের ভেতরের অংশ ভালোভাবে পরিষ্কার করা যায়। তবে ইলেকট্রনিক্স বা সোল্ডারিংয়ের ফ্লাক্স পরিষ্কারের জন্য টুথপেস্ট ব্যবহার করা উচিত নয়; এই কাজের জন্য আইসোপ্রোপাইল অ্যালকোহল বা বিশেষ ফ্লাক্স রিমুভার ব্যবহার করতে হবে। সূত্র: সার্ভওয়েল, মিল্টন ডট ইন,নিউজ এইটটিন
আরও পড়ুন: বাসন পরিষ্কার করতে লেবুর সঙ্গে কী যোগ করবেন ফেলে দেওয়া ডিমের খোসায় ঘরের সমস্যার সহজ সমাধান
এসএকেওয়াই/