ওয়াজ মাহফিলের মঞ্চে রাজনৈতিক কোনো বক্তব্য চলবে না। যদি কেউ মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেয়, তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, সুধীজন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
ডিসি বলেন, নির্বাচনে অবৈধভাবে ব্যালট পেপারে হাত দিলে, ওই হাত থাকবে না। নির্বাচনে পেশিশক্তি ব্যবহারের দিন শেষ। কেউ কাউকে হুমকি দেবেন না। ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ পেশিশক্তিমুক্ত অবাধ ও সুষ্ঠু। এ নিয়ে কোনো সন্দেহ নেই।
তিনি বলেন, পুরো চাঁদপুরের মধ্যে শুধু হাজীগঞ্জের ৫টি ফোন পেয়েছি। কেন, আমাকে নির্বাচনের অনিয়ম নিয়ে ফোন করতে হবে। রাজনৈতিক নেতারা, স্ব স্ব উদ্যোগে নির্বাচন আচরণবিধি মেনে চলবেন।
তিনি বলেন, মাইন্ড ইট, আগে কি হয়েছে ভুলে যান। অনেকে মনে করছেন নির্বাচন হবে না, নির্বাচন তো হচ্ছে। নির্বাচন করার জন্য সরকার আমাদের পাঠিয়েছেন। কোনো হুমকি-ধমকি কাজে আসবে না। যদি কেউ বাড়াবাড়ি করেন, একেবারে জায়গা মতো পৌঁছে দেব।
নাজমুল ইসলাম সরকার বলেন, যখন থেকে প্রচার-প্রচারণা শুরু করার, তখন থেকে মন দিয়ে প্রচারণা করবেন। কিন্তু তার আগে সবাইকে নির্বাচনি আচরণ বিধি মেনে চলতে হবে।
জেলা প্রশাসক বলেন, রাজনৈতিক কালচারাল আগে যা ছিল, আপনারা সেখান থেকে বেরিয়ে আসেন। আপনারা ভাইয়েরা ভাইয়েরা নির্বাচন করবেন। এখানে আবার ঝগড়া কেন? এটা তো আচরণ হলো না। সেই দিন ভুলে যান। নির্বাচন হবে নির্বাচনের মতো।
জেলা প্রশাসক বলেন, ‘আপনি আইনের পথে চলবেন একদম স্যালুট, আমি ডিসি হয়ে মৃত্যুবরণ করবো না। আজীবন আমার সেটা প্রয়োজন নেই। আগে আমার প্রয়োজন হয়নি, তাই আল্লাহ আমাকে ডিসি বানায়নি, কারণ আল্লাহ আমাকে আমানতকারী হিসেবে ডিসি বানিয়ে চাঁদপুরে পাঠিয়েছে, ডিসি হিসেবে তুই যা, সামনে একটা পবিত্র কাজ আছে, জাতীয় নির্বাচন’।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) তানজিনা জাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আরফিন, অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার, উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী, এম এ নাফের শাহ, মোশারফ হোসেন মজুমদার স্বপন, পৌর বিএনিপির আহ্বায়ক আবুল খায়ের মজুমদার, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সী প্রমুখ।
শরীফুল ইসলাম/কেএইচকে/এএসএম