অনেকে চুলের যত্নে ছোট ছোট পেঁয়াজের রস ব্যবহার করে থাকেন। চুল পড়া কমানো, খুশকির সমস্যা দূর করা এবং স্ক্যাল্প সুস্থ রাখতে পেঁয়াজের রস বেশ কার্যকর। এতে থাকা সালফার মাথার ত্বকে পুষ্টি পৌঁছে দিতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন বাড়ায়। পাশাপাশি পেঁয়াজে রয়েছে ভিটামিন সি, বি৬, বি৯ ও পটাশিয়াম-যা চুলের বৃদ্ধিতে এবং বিভিন্ন সংক্রমণ রোধে ভূমিকা রাখে।
পেঁয়াজের রসে থাকা সালফার স্ক্যাল্পে রক্ত চলাচল উন্নত করে চুলের ফলিকলকে শক্তিশালী করে। নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করলে চুলের স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন দেখা যায়।
যাদের স্ক্যাল্প খুব সংবেদনশীল, তারা সরাসরি পেঁয়াজের রস ব্যবহার না করে নারিকেল তেল বা অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। এতে স্ক্যাল্পে জ্বালাপোড়া কমে, চুল থাকে নরম ও উজ্জ্বল। তবে সব উপকারের পরও পেঁয়াজের একটি বড় সমস্যা হলো এর কড়া গন্ধ। রস ধুয়ে ফেলার পরও অনেক সময় স্ক্যাল্পে গন্ধ থেকে যায়, যার কারণে অনেকেই পেঁয়াজের রস ব্যবহার করতে আগ্রহী হন না।
গন্ধমুক্ত করার সহজ উপায়পেঁয়াজের রস বা হেয়ার মাস্ক তৈরি করার সময় এক বা দুই ফোঁটা ল্যাভেন্ডার বা রোজমেরির এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিলে কড়া গন্ধ অনেকটাই কমে যায়। এর সঙ্গে অ্যালোভেরা জেল বা নারিকেল তেল যোগ করলে স্ক্যাল্পে আরাম পাওয়া যায় এবং চুল আরও নরম হয়। এই প্যাকটি চুলে প্রায় ৩০ মিনিট রেখে ভালোভাবে ধুয়ে ফেলুন।ধোয়ার পরও যদি পেঁয়াজের গন্ধ থেকে যায়, তাহলে অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করতে পারেন। এক কাপ পানির সঙ্গে দুই চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে শেষ ধোয়ার সময় চুলে ব্যবহার করুন।
ভিনিগারের পরিবর্তে চাইলে লেবুর রসও ব্যবহার করা যায়। এছাড়া শ্যাম্পুর সঙ্গে সামান্য এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিলে চুল পরিষ্কার হওয়ার পাশাপাশি সুগন্ধও থাকবে।
পেঁয়াজের রস ব্যবহারের পর হালকা হারবাল বা সালফেটমুক্ত শ্যাম্পু ব্যবহার করলে চুলের প্রাকৃতিক তেল নষ্ট না করেই গন্ধ দূর করা সম্ভব।
নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করলে পেঁয়াজের রস চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সহায়তা করে। তবে ব্যবহার করার সময় যদি কোনো ধরনের অস্বস্তি, চুলকানি বা জ্বালাপোড়া অনুভূত হয়, তাহলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করা উচিত।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, মেডিকেল নিউজ টুডে
আরও পড়ুন:চুল পড়া বন্ধ হবে রসুন ব্যবহারে শীতকালে চুলে খুশকি বাড়ার আগেই নিন প্রতিরোধের ব্যবস্থা
এসএকেওয়াই/