তথ্যপ্রযুক্তি

বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রদর্শনী হতে যাচ্ছে লাস ভেগাসে

 

বিশ্বের সবচেয়ে বড় ও প্রভাবশালী ভোক্তা প্রযুক্তি প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৬ শুরু হচ্ছে আগামী জানুয়ারিতে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ৬ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন। শুধু নতুন পণ্য উন্মোচন নয়, বরং আগামী বছরের প্রযুক্তি প্রবণতার দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সিইএস। সে কারণে বছরের শুরুতেই বৈশ্বিক প্রযুক্তি বাজারের নজর থাকবে লাস ভেগাসের এই প্রদর্শনীর দিকে।

এবারের সিইএস-এ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নতুন প্রজন্মের চিপসেট, উন্নত ডিসপ্লে প্রযুক্তি, রোবটিক্স এবং স্মার্ট ডিভাইস ঘিরে বড় ধরনের ঘোষণা আসতে পারে। ৪ জানুয়ারি ‘দ্য ফার্স্ট লুক’ আয়োজনের মাধ্যমে সিইএস কার্যক্রমের সূচনা করবে স্যামসাং। এতে প্রতিষ্ঠানটির ডিভাইস এক্সপেরিয়েন্স (ডিএক্স) বিভাগের সিইও টি এম রোহ এআই-নির্ভর নতুন গ্রাহক অভিজ্ঞতা এবং ২০২৬ সালের প্রযুক্তিগত ভিশন তুলে ধরবেন।

এরপর ৫ জানুয়ারি একদিনেই অনুষ্ঠিত হবে একাধিক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন। এলজি তাদের ‘ইনোভেশন ইন টিউন উইথ ইউ’ উপস্থাপনায় এআই-ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে দৈনন্দিন জীবন আরও সহজ করার পরিকল্পনা জানাবে। একই দিনে ইন্টেল উন্মোচন করবে নতুন ‘কোর আল্ট্রা সিরিজ থ্রি’ প্রসেসর।

এ ছাড়া এএমডির প্রধান নির্বাহী লিসা সু নতুন চিপ ঘোষণার ইঙ্গিত দিয়েছেন।

এবারের সিইএস-এ বিশেষ আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং-এর কী-নোটকে। ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই উপস্থাপনায় বিভিন্ন শিল্পখাতে এআই ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং সমাধান তুলে ধরার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

৬ জানুয়ারি লেনোভোর সিইও ইউয়ানচিং ইয়াং ‘লেনোভো টেক ওয়ার্ল্ড’ সম্মেলনে স্মার্ট এআই প্রযুক্তির ভবিষ্যৎ দিকনির্দেশনা উপস্থাপন করবেন। লেনোভোর সহযোগী ব্র্যান্ড মটোরোলার নতুন এআই-ভিত্তিক স্মার্টফোন বা ফোল্ডেবল ডিভাইস নিয়েও আলোচনা হতে পারে।

সিইএস ২০২৬-এ নতুন প্রজন্মের প্রসেসর উন্মোচন অন্যতম আলোচনার বিষয় হতে যাচ্ছে। এএমডি নতুন রাইজেন চিপ, ইন্টেল তাদের প্যানথার লেক সিরিজ, আর কোয়ালকম ল্যাপটপকেন্দ্রিক স্নাপড্রাগন এক্স২ এলিট চিপ প্রদর্শন করতে পারে।

ডিসপ্লে প্রযুক্তিতেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এলজি ও স্যামসাং এরই মধ্যে মাইক্রো আরজিবি টিভি উন্মোচনের ঘোষণা দিয়েছে। স্যামসাং ৫৫ ইঞ্চি থেকে শুরু করে ১১৫ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন আকারের মাইক্রো আরজিবি টিভি বাজারে আনতে পারে। অন্যদিকে সনি তাদের নতুন ‘ট্রু আরজিবি’ ডিসপ্লে প্রযুক্তি প্রদর্শন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোবটিক্স ও স্মার্ট ডিভাইসের নতুন যুগ। এবারের সিইএস-এ রোবটিক্সও গুরুত্বপূর্ণ জায়গা দখল করবে। ঘরোয়া রোবট ভ্যাকুয়াম, স্বয়ংক্রিয় চলাচল সক্ষম স্মার্ট ডিভাইস এবং এআই-নির্ভর ন্যাভিগেশন প্রযুক্তি প্রদর্শিত হতে পারে।

বিশেষ করে আলোচনায় রয়েছে স্যামসাংয়ের গোলাকার রোবট ‘ব্যালি’। দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত এই রোবট নিয়ে নতুন ঘোষণা আসতে পারে বলে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা। ঘরোয়া সহকারী হিসেবে ব্যালিকে নতুন রূপে হাজির করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুনসোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেওসত্যিই কি ভবিষ্যতে ফোন-কম্পিউটার থাকবে না?

সূত্র: এনগ্যাজেটস

শাহজালাল/কেএসকে