বাবার কবর জিয়ারত এবং জাতীয় স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ১১টা ৫২ মিনিটে তারেক রহমান বাসায় ফিরেছেন।
তিনি জানান, এর আগে দুপুরে বাসা থেকে বের হয়ে শেরেবাংলা নগরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং দলীয় নেতাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান।
সন্ধ্যার পর তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সবার উদ্দেশে তিনি বক্তব্য দেন।
এ সময় তিনি বলেন, রাস্তায় জনস্রোতের কারণে সেখানে পৌঁছাতে দেরি হয়েছে। এত সময় সবাই অপেক্ষা করেছেন এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাত ১০টা ২০ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন এবং রাত ১০টা ৩৫ মিনিটে স্মৃতিসৌধ ত্যাগ করেন। এরপর রাত ১০টা ৩৭ মিনিটে গাড়িতে বসেই তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। রাত ১০টা ৪০ মিনিটে তিনি গুলশান অ্যাভিনিউয়ে অবস্থিত তার ১৯৬ নম্বর বাসভবনের উদ্দেশে রওনা হন।
শেষে রাত ১১টা ৫২ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বাসভবনে পৌঁছান।
কেএইচ/এমআরএম