প্রশ্ন: ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা কি নিষিদ্ধ? অনেকে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে বিদআত বলে থাকে এটা কি ঠিক?
উত্তর: ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা নিষিদ্ধ নয়। তবে এটি জরুরি বা নামাজের অংশও নয়। ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করলে নামাজ পূর্ণ হবে না এমনও নয়। অনেকে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে জরুরি বা নামাজের অংশ মনে করতো বলেই আলেমরা এটাকে বিদআত বলেছিলেন। এ রকম বিশ্বাস ছাড়া হাত তুলে বা হাত তোলা ছাড়া দোয়া করলে সমস্যা নেই।
বিভিন্ন হাদিসে এসেছে, নবীজি (সা.) ফরজ নামাজের পর দোয়া করতেন। হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত নবীজি (সা.) বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ! যখন তুমি নামাজ পড়ে ফেলবে, তখন এ দোয়া করবে, হে আল্লাহ! আপনার কাছে ভাল কাজের তওফিক চাই, মন্দ কাজ থেকে বিরত থাকার তওফিক চাই এবং গবিব-মিসকিনদের বন্ধুত্ব চাই। যখন আপনি বান্দাদের মধ্যে পথভ্রষ্টতা ফিতনা-ফাসাদ সৃষ্টি করার ইচ্ছা করবেন তখন আমাকে ফিতনামুক্ত রেখে আপনার কাছে উঠিয়ে নেবেন। (সুনানে তিরমিজি)
হজরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, এক নামাজে আমি ছিলাম রাসুলের (সা.) এর কাঁধের পাশে। রাসুল (সা.) সালাম ফিরিয়ে বললেন, হে আল্লাহ! আপনি আমার শেষ জীবনকে সবচেয়ে সুন্দর করুন। হে আল্লাহ! আপনি আমার শেষ আমলকে আপনার সন্তুষ্টির আমল করুন। হে আল্লাহ! আপনার সঙ্গে আমার সাক্ষাতের দিনকে সর্বোত্তম দিন বানান। (আল-মু’জামুল আওসাত লিততাবারানি)
সাদ (রা.) বলেন, রাসুল (সা.) প্রতি নামাজের পর দোয়া করতেন, হে আল্লাহ! আমি আপনার কাছে কৃপণতা থেকে পানাহ চাই, অভাব থেকে পানাহ চাই, বার্ধক্য থেকে পানাহ চাই এবং দুনিয়ার ফেতনা ও কবরের আজাব থেকে পানাহ চাই। (সুনানে নাসাঈ)
ওএফএফ