দেশজুড়ে

দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ সাতজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ইলিয়টগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের সড়কের মাথা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের মৃত ওয়াদুদ মিয়ার ছেলে মো. সাদ্দাম হোসেন (৩২), কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মো. সুমন (৩০), বুড়িচং উপজেলার আলতাব আলীর ছেলে মো. দুলাল মিয়া (২৮), ফেনী সদর উপজেলার রামপুর গ্রামের আবুল কাসেমের ছেলে মো. সোলেমান রুবেল (৩৫), নোয়াখালী কবিরহাট উপজেলার রামেশ্বরপুর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে ফকির আহমেদ আলাউদ্দিন (৫৫), লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মামুনুর রশিদ সোহাগ (৩৫) ও ভোলা চরফ্যাশন উপজেলার বজলু বাজার গ্রামের শাহজাহানের ছেলে মো. শাহীন (২৫)।

তাদের বিরুদ্ধে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, ময়মনসিংহ, গাজীপুর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, শুক্রবার দিনগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জের লক্ষ্মীপুর গ্রামের সড়কের মাথা এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দাওয়া করে নম্বরবিহীন একটি পিকআপসহ তাদের। এ সময় তাদের সঙ্গে থাকা আরও ৭-৮ জন ডাকাত পালিয়ে যান।

পরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের সর্দার সাদ্দাম হোসেনের বাসা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। শনিবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় করাগারে পাঠানো হয়েছে। এদের সকলের বিরুদ্ধে কুমিল্লাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এএসএম