খেলাধুলা

এবার দুইদিনে টেস্ট জয় ইংল্যান্ডের, ঘুচলো ১৫ বছরের আক্ষেপ

পার্থে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে দুইদিনেই হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর ইংল্যান্ড সিরিজও হেরেছে। অবশেষে মেলবোর্নে অ্যাশেজের চতুর্থ টেস্টে এসে প্রতিশোধ নিতে পারলো ইংলিশরা। এবার তারা দুইদিনেই হারালো অস্ট্রেলিয়াকে।

শুধু তাই নয়, ১৯ টেস্ট পর প্রথমবার এবং প্রায় ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেলো ইংল্যান্ড। ইংল্যান্ডের টপ অর্ডার আক্রমণাত্মক ব্যাটিং করে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করে এবং শেষ পর্যন্ত ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে।

টেস্ট ইতিহাসে এটি মাত্র পঞ্চমবার, যখন একটি সিরিজে একাধিক দুই দিনের ম্যাচ দেখা গেল। আর এই গ্রীষ্মের আগে, অস্ট্রেলিয়ায় এমন ঘটনা ঘটেছিল ইতিহাসে মাত্র দুইবার।

লক্ষ্য খুব বড় ছিল না, ১৭৫ রানের। তবে মেলবোর্ন টেস্টের পিচ যেমন আচরণ করছিল, তাতে ভয় ঠিকই ছিল ইংল্যান্ডের। আগের তিন ইনিংসে যে দুই দল একবারও ১৭৫ পর্যন্ত যেতে পারেনি।

তবে এবার সুযোগ হাতছাড়া করেনি ইংল্যান্ড। দুই ওপেনার জ্যাক ক্রলি (৩৭) আর বেন ডাকেট (৩৪) ভালো শুরু এনে দেন। দায়িত্ব নিয়ে খেলেন ২২ বছরের জ্যাকব বেথেল। তার ব্যাট থেকে আসে ৪০ রান।

সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া: ১৫২ এবং ১৩২ইংল্যান্ড: ১১০ এবং ১৭৮/৬

ফল: ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী।সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।

এমএমআর