রাজশাহী ওয়ারিয়র্সকে অল্প রানেই আটকে দিলেন ঢাকা ক্যাপিটালসের ইমাদ ওয়াসিম-নাসির হোসেনরা। নির্ধারিত ২০ ওভারে টেনেটুনে ৮ উইকেটে ১৩২ রান তুলেছে নাজমুল হোসেন শান্তর রাজশাহী। অর্থাৎ জিততে হলে ঢাকাকে করতে হবে ১৩৩।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় রাজশাহী ওয়ারিয়র্স। সাহিবজাদা ফারহান স্টাম্পিং হন স্বদেশি ইমাদ ওয়াসিমের বলে। ১৫ বলে ২০ করে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও। তাকে তুলে নেন নাসির হোসেন।
এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে রাজশাহী। ৮৫ রানে ৫ উইকেট। এক নাজমুল হোসেন শান্ত (২৮ বলে ২টি করে চার-ছক্কায় ৩৭) ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি। ইয়াসির আলী ১৫ বলে ১৩, মুশফিকুর রহিম ২৩ বলে ২৪, এসএম মেহরুব করেন ০।
শেষদিকে ২৬ বলে অপরাজিত ২৬ রান করে রাজশাহীকে ১৩২ পর্যন্ত নিয়ে যান মোহাম্মদ নওয়াজ।
ঢাকার ইমাদ ওয়াসিম মাত্র ১৬ রান দিয়ে নেন ৩টি উইকেট। ৩২ রানে ২ উইকেট শিকার নাসির হোসেনের।
এমএমআর