খেলাধুলা

এবারের বিপিএলে প্রথম হ্যাটট্রিকম্যান মেহেদী রানা

টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে নোয়াখালী এক্সপ্রেস। রোমাঞ্চকর ম্যাচের শেষ বলে গিয়ে ১ উইকেটের ব্যবধানে হেরেছে নবাগত দলটি। এই হারের মাঝেও প্রাপ্তি পেসার মেহেদী হাসান রানার হ্যাটট্রিক।

১৮ বলে তখন ২৪ রান দরকার সিলেটের জয়ের জন্য। হাতে ছিল ৫ উইকেট। বলা চলে জয়ের কাছাকাছিই ছিল স্বাগতিকরা। কিন্তু মুহূর্তেই নীরব হয়ে গেল সিলেটের গ্যালারি।

১৮তম ওভার করতে এসে নো-বলসহ ৫ রান দেন মেহেদী হাসান রানা প্রথম তিন বলে। পরের ৩ বলে সিলেটের তিন ব্যাটারকে পরপর ধরালেন সাজঘরের পথ।

একে একে আউট করেন দলটির অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও খালেদ আহমেদকে। আর তাতেই বিপিএলের চলমান আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নেন রানা। আর বিপিএল ইতিহাসে তার করা হ্যাটট্রিকটি নবম।

তার হ্যাটট্রিকে ম্যাচ ঝুঁকে যায় নোয়াখালীর দিকে। কিন্তু শেষ ওভারে নো-বল, ওয়াইড দিয়ে সাব্বির হোসেন হাতছাড়া করান ম্যাচ। ইথান ব্রুকসের কাছে হজম করেন চার ও ছক্কাও। বিফলে যায় রানার হ্যাটট্রিক।

ইনিংসের পঞ্চম ওভার করতে এসে একটি উইকেট পেয়েছিলেন রানা। সবমিলিয়ে ৪ ওভারে ৩৪ রান খরচায় ৪ উইকেট পেয়েছেন তিনি।

আইএন