বিনোদন

শাহরুখের ‘জওয়ান’কে ছাপিয়ে ‘ধুরন্ধর’, নতুন ইতিহাস রণবীরের সিনেমার

বছরের শেষ প্রান্তে এসে বক্স অফিসে নতুন মাইলফলক গড়েছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। মুক্তির পর থেকেই দর্শক আগ্রহ আর আয়-দু’দিকেই চমক দেখিয়ে চলেছে রণবীর সিং ও অক্ষয় কুমার অভিনীত এই সিনেমা। চতুর্থ সপ্তাহেও বক্স অফিসে দুর্দান্ত পারফরম্যান্স করে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি।

চতুর্থ শনিবারে এসে ‘ধুরন্ধর’ যে পরিমাণ ব্যবসা করেছে, তা দেখে কার্যত অবাক সিনেবিশ্লেষকরা। এদিন সিনেমাটি আয় করেছে ১১ দশমিক ২৫ কোটি রুপি। এর ফলে মোট আয় পৌঁছেছে ৬২২ কোটিতে, যা দিয়ে শাহরুখ খানের সুপারহিট ‘জওয়ান’সিনেমাকেও ছাড়িয়ে গেছে এটি।

চতুর্থ সপ্তাহের শনিবারে এর আগে সর্বোচ্চ আয় করেছিল ‘ছাবা’সিনেমাটি। সেই সিনেমা সেদিন আয় করেছিল ৫ দশমিক ৭৫ কোটি রুপি। কিন্তু সেই রেকর্ড এবার ভেঙে দিল ‘ধুরন্ধর’। যদিও তৃতীয় সপ্তাহের তুলনায় আয় কিছুটা কমেছে, তবুও প্রায় ৩০ শতাংশ বেশি ব্যবসা করাটা রীতিমতো বিস্ময়কর বলেই মনে করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা।

গত ৫ ডিসেম্বর আইনি জটিলতা ও বিতর্কের মাঝেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ধুরন্ধর’। তবে মুক্তির পর থেকেই দর্শকের সাড়া আর বক্স অফিসের সাফল্যে সব বাধা ছাপিয়ে গেছে সিনেমাটি। কয়েক সপ্তাহ ধরে ‘ধুরন্ধর’ জ্বরে কাবু গোটা দেশ, পাশাপাশি বিদেশের বাজারেও দাপট দেখাচ্ছে এই সিনেমা।

বক্স অফিস পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত ৬৬৯ কোটি রুপি আয় করেছে ‘ধুরন্ধর’। আর বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১,০০৬ দশমিক ৭ কোটি রুপিতে। মাত্র ২১ দিনেই হাজার কোটির গণ্ডি ছুঁয়ে ২০২৫ সালের বক্স অফিস তালিকায় শীর্ষস্থান দখল করেছে রণবীর সিং অভিনীত এই সিনেমা।

আরও পড়ুন:২০২৫ সালে বলিউডের যেসব সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে হাজার কোটির ক্লাবে ‘ধুরন্ধর’, রণবীরের দাপুটে প্রত্যাবর্তন 

এর আগে ‘ছাবা’ যেখানে ৮০০ কোটিতে থেমেছিল এবং ‘সাইয়ারা’র যাত্রা শেষ হয়েছিল ৫৮০ কোটিতে, সেখানে ‘ধুরন্ধর’ সেই সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করল বলিউডে।

এমএমএফ