প্রবাস

খালেদা জিয়ার মৃত্যুতে মালয়েশিয়ার শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে মালয়েশিয়া সরকার। বাংলাদেশে অবস্থিত মালয়েশিয়ার হাইকমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক বার্তায় এই শোক জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া ছিলেন এক সুদীর্ঘ ও প্রভাবশালী অধ্যায়ের প্রতীক। তার নেতৃত্ব আধুনিক বাংলাদেশের রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং তিনি দেশের রাজনৈতিক ইতিহাসে এক স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, এই বেদনাবিধুর মুহূর্তে মালয়েশিয়া বাংলাদেশের জনগণের প্রতি, বিশেষ করে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। মালয়েশিয়া সরকার ও জনগণ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছে এবং তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও বার্তায় উল্লেখ করা হয়।

এদিকে মালয়েশিয়ার ইসলামি যুব সংগঠন আংকাতান বেলিয়া ইসলাম মালয়েশিয়া ও এক পৃথক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করেছে।

প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও এই সংবাদে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

এমআইএইচএস/এএসএম