প্রবাস

মালদ্বীপে শোক বইয়ে সই করছেন বিদেশি কূটনীতিকরা

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছেন মালদ্বীপে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দেশটির বাংলাদেশ চ্যান্সারি ভবনে সশরীরে উপস্থিত হয়ে বাংলাদেশ হাইকমিশনারসহ এরই মধ্যে তিনটি দেশের কূটনীতিকরা শোক বইয়ে সই করে বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

শোক বইয়ে সই করা দেশগুলোর কূটনীতিকদের মধ্যে রয়েছেন বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম, যুক্তরাজ্যের হাইকমিশনার নিক লো, ভারতীয় হাইকমিশনার শ্রী জি. বালাসুব্রহ্মণ্যম, শ্রীলঙ্কান হাইকমিশনার মোহাম্মদ রিজভী হাসান।

বাংলাদেশ হাইকমিশন একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ৩০ ডিসেম্বর চ্যান্সারি ভবনে এ শোক বই খোলার পর থেকে বিভিন্ন দেশের কূটনীতিকরা হাইকমিশনে এসে তাদের শোকবার্তা লিপিবদ্ধ করেন। শোক বইতে স্বাক্ষরের সময় কূটনীতিকরা নিজ নিজ দেশের জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানানোর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথাও স্মরণ করেন।

বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই শোকবই উন্মুক্ত রাখা হয়েছে বাংলাদেশ হাইকমিশনে।

এদিকে, বেগম খালেদা জিয়ার সম্মানে দেশের রাষ্ট্রীয় শোকের প্রতি সংহতি জানিয়ে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এছাড়াও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুসহ দেশটির উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা।

এমআরএম/এএসএম