চাঁপাইনবাবগঞ্জে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে অবৈধভাবে বহনের দায়ে তিনজনকে মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হাজীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে বিজিবি সদস্যদের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুনযশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা দাম আরও বেড়েছে, ১২ কেজির এলপিজি এখন ২২০০ টাকায়ও মিলছে না
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০- এর ৭(ক)(গ) ধারায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে মাটি বহনের কাজে ব্যবহৃত গাড়ির তিনটি ব্যাটারি জব্দ করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ বলেন, কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়া পরিবেশ ও খাদ্য উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।সোহান মাহমুদ/কেএসআর