মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম)-এর ২০২৬ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে কুয়ালালামপুরের অভিজাত রেস্টুরেন্ট ‘পাক পাঞ্জাব’-এ এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মো. রবিউল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সুরাইয়া নাহার ইয়াসমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আলমগীর চৌধুরী আকাশ।
অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে না পারলেও নতুন কমিটি গঠন ও সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন উপদেষ্টা প্রফেসর আবুল বাশার। পাশাপাশি উপদেষ্টা ও সাবেক সভাপতি প্রফেসর মহিউদ্দিন মাহি, জহির সাদাত, আব্দুল বশির, বুরহান উদ্দিন এবং জহরুল ইসলাম তাদের মূল্যবান মতামত ও পরামর্শ দেন।
মালয়েশিয়ার বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীর উপস্থিতিতে ২০২৬ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (IIUM) পিএইচডি শিক্ষার্থী বেলায়েত হোসেনকে সভাপতি এবং সানওয়ে ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী আবু জায়েদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
এছাড়া সহ-সভাপতি হিসেবে মনোনীত হন IIUM কুয়ান্তান ক্যাম্পাসের মাস্টার্স শিক্ষার্থী ফাতেমা ইসলাম তন্বী, পিএইচডি গবেষক ইসমাত জাহান ঈশিতা, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির মাহবুবুর রহমান, ইউনিভার্সিটি সাইন্স ইসলাম মালয়েশিয়ার মো. আব্দুল্লাহ ফায়সল এবং ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানুর পিএইচডি গবেষক মো. মাহদি হাসান ইমরান।
তাহমিদুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুশফিকুর রহমান স্বপনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়া (বিএসইউএম) ২০১৪ সালে প্রতিষ্ঠিত একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অধিকার, কল্যাণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
এমআরএম/এমএস