ধর্ম

দ্রুত বিয়ে ও উত্তম জীবনসঙ্গী পাওয়ার ২ দোয়া

বিয়ে জীবনের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সুখী ও শান্তিপূর্ণ জীবনের জন্য উত্তম জীবনসঙ্গী লাভ, নির্ঝঞ্ঝাট ও সুখী দাম্পত্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই সঙ্গীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে কওমের জন্য, যারা চিন্তা করে। (সুরা রুম: ২১)

এখানে আমরা কোরআনে বর্ণিত দুটি দোয়া উল্লেখ করছি যে দোয়াদুটির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে দ্রুত বিয়ের তওফিক ও উত্তম জীবনসঙ্গী প্রার্থনা করতে পারি।

১. কোরআনে বর্ণিত দোয়া:

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

উচ্চারণ: রাব্বানা হাব লানা মিন আওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইয়ুনিন ওয়া-জআলনা লিলমুত্তাকীনা ইমামা।

অর্থ: হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন জীবনসঙ্গী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন। (সুরা ফুরকান: ৭৪)

২. কোরআনে বর্ণিত দোয়া:

رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ 

উচ্চারণ: রাব্বি ইন্নি লিমা আনযালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।

অর্থ: হে আমার রব, আপনি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবেন, আমি তার মুখাপেক্ষী। (সুরা কাসাস: ২৪)

মুসা (আ.) নিজের জন্মভূমি মিসর ছেড়ে মাদায়েনে গিয়ে অসহায় অবস্থায় এই দোয়াটি করেন এবং আল্লাহ তাআলা তার থাকা-খাওয়া ও উত্তম জীবনসঙ্গীর ব্যবস্থা করে দেন।

এই দোয়াদুটি করার পাশাপাশি আল্লাহ তাআলার ওপর ভরসা করে নিজের চারিত্রিক পবিত্রতা রক্ষার নিয়তে বিয়ের চেষ্টা করতে হবে, আশা করা যায় আল্লাহ তাআলা সাহায্য করবেন।

আবু হোরায়রাহ (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করেন। এক. ক্রীতদাস যে তার মুক্তিপণ পরিশোধ করে স্বাধীন হতে চায়। দুই. যে নিজের চারিত্রিক পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে বিয়ে করতে চায়। তিন. যে আল্লাহর পথে জিহাদ করে। (সুনানে তিরমিজি: ১৬৫৫)

ওএফএফ