বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আমরা ভিন্ন কোনো চিন্তা করছি না। আশা করছি শেষ পর্যন্ত সমঝোতার ভিত্তিতেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। আমাদের সমঝোতা গড়ে উঠেছে আন্দোলনের মাঠ থেকে। আমরা আন্দোলনের মাঠ থেকে এক বাক্সের নীতিতে দলগুলো সমঝোতার মাঠ থেকে নির্বাচন করার সিদ্ধান্তে উপনীত হয়েছি।
রোববার (৪ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের ভূঁইগড় এলাকার এক মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, এখানে বিষয়টা খুবই জটিল। প্রত্যেকটা আসনের বিপরীতে একজন করে প্রার্থীকে চূড়ান্ত করা জটিল প্রক্রিয়া। এরপরও অনেকদূর অগ্রসর হয়েছি। প্রতিটি দল যেন ন্যায্যতার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায় এই বিষয়গুলো মাথায় রেখেই সমঝোতা হবে। আমরা কোনো জোট করছি না, এটা নির্বাচনি আসন সমঝোতা হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা দেশের বৃহত্তর স্বার্থে দেশপ্রেমিক এবং ইসলামি দলগুলোর ঐক্যবদ্ধ ওয়ান বক্স পলিসির ভিত্তিতে নির্বাচন করার চেষ্টা করছি। বিশেষ করে জুলাই বিপ্লবের ভিত্তিতে বাংলাদেশের রাজনীতির আমূল পরিবর্তনের আকাঙ্ক্ষাকে শ্রদ্ধা করতে চেয়েছি। সেজন্য ওয়ান বক্স পলিসির ভিত্তিতে আগামী নির্বাচন করতে চাচ্ছি।
আরও পড়ুনক্ষমতায় এলে ব্যবসায় সহায়ক পরিবেশ সৃষ্টির আশ্বাস তারেক রহমানের জাপাকে নির্বাচনে আনা মানে আওয়ামী লীগকে পুনর্বাসন: আখতার হোসেন
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আশঙ্কা প্রকাশ করে মামুনুল হক বলেন, সবাই মুখিয়ে আছে একটি উৎসবমুখর পরিবেশ নির্বাচন করবে। সরকার এ বিষয়ে বারবার প্রত্যয়ের ঘোষণা দিচ্ছে। কিন্তু আমরা এখনো এ বিষয়টা নিয়ে পরিপূর্ণ আশ্বস্ত না যে লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন হবে। প্রশাসনে এখনো বিগত সময়ের দলীয়করণ রয়ে গেছে। এখন পর্যন্ত আপত্তি করার মতো ঘটনা ঘটেছে।
সাম্প্রতিক সময়ে ১০১ জন আলেমের বিবৃতি প্রসঙ্গে তনি বলেন, এটাকে আলেম ওলামারা ভিনদেশি কোনো চক্রের এজেন্ট বলে আখ্যায়িত করেছেন। আমরা মনে করি এই ১০১ জন আলেমের বিবৃতি গভীর কোনো ষড়যন্ত্রের আলামত। ইসলামি শক্তিকে বিশেষ করে হেফাজতে ইসলাম বাংলাদেশকে বিভক্ত করার একটা সূদুরপ্রসারী চক্রান্তের অংশ। এরকম বানোয়াট বিবৃতি দেওয়া খুবই আপত্তিকর বিষয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মামুনুর রশিদ, নারায়ণগঞ্জ-৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন, মহানগর সাধারণ সম্পাদক আল আমিন রাকিব, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি ফাতীহ মুহাম্মদ সোলাইমান প্রমুখ। মোবাশ্বির শ্রাবণ/কেএসআর