প্রায় সবাই বাড়িতে ইন্টারনেট ব্যবহার করেন। তার জন্য ওয়াই-ফাই রাউটার এখন অপরিহার্য। তবে অনেক সময়ই দেখা যায়, বাড়ির ওয়াই-ফাই রাউটার ঠিকমতো কাজ করছে না, কানেকশন বারবার লো বা একদম ডাউন হয়ে যাচ্ছে। বাড়িতে আপনার ওয়াই-ফাই ঠিকভাবে কাজ করানোর জন্য নিচের সহজ টিপসগুলো কাজে লাগাতে পারেন।
১. রাউটার রাখুন খোলামেলা জায়গায়রাউটার এমন জায়গায় রাখুন যেখানে চারপাশ ফাঁকা থাকে। এক কোণে বা জিনিসপত্রে আবৃত জায়গায় রাখলে সিগন্যাল দুর্বল হতে পারে এবং কানেকশনে সমস্যা দেখা দিতে পারে।
২. হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করুনএকসাথে অনেকগুলো ডিভাইস একই ওয়াই-ফাই কানেকশন ব্যবহার করলে হাই স্পিডের ইন্টারনেট ব্যবহার করাই ভালো। যদিও এতে খরচ কিছুটা বাড়তে পারে, তবে কানেকশন দ্রুত ও স্থিতিশীল থাকবে।
৩. রাউটার রিস্টার্ট করুনযদি ইন্টারনেটে সমস্যা দেখা দেয়, রাউটার একবার বন্ধ করে আবার চালু করুন। ছোট্ট এই রিস্টার্ট অনেক সময় সমস্যার সমাধান করতে সাহায্য করে।
৪. রাউটার পরিষ্কার রাখুনরাউটারের পোর্ট ও বাইরের অংশে ধুলো জমে গেলে ডিভাইসে সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত রাউটার পরিষ্কার রাখলে এসব সমস্যা কম হয়।
৫. সফটওয়্যার ও ফার্মওয়্যার আপডেট রাখুনরাউটার ও সংযুক্ত ডিভাইসের আপডেট থাকলে তা সময়মতো করে নিন। আপডেটেড রাউটার ভালো কর্মক্ষমতা ও নিরাপত্তা নিশ্চিত করে।
৬. কাজের জন্য রাউটারের কাছাকাছি বসুনঅফিস বা পড়াশোনার কাজে ওয়াই-ফাই ব্যবহার করলে রাউটারের কাছে বসলে ভালো স্পিড ও কম সমস্যা হবে।
৭. নিরাপত্তা বজায় রাখুনওয়াই-ফাই রাউটার প্রোটেক্টেড রাখুন শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে। এতে অন্য কেউ আপনার নেটওয়ার্কে অননুমোদিতভাবে প্রবেশ করতে পারবে না।
এই ছোট্ট টিপসগুলো অনুসরণ করলে বাড়ির ওয়াই-ফাই রাউটার স্থিতিশীল ও দ্রুত ইন্টারনেট সরবরাহ করবে, আর বারবার সমস্যা হওয়ার ঝুঁকি অনেক কমবে। আরও পড়ুনসোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেওপানি ছাড়াও যেসব কারণে স্মার্টফোন নষ্ট হতে পারে
কেএসকে