পানি ছাড়াও যেসব কারণে স্মার্টফোন নষ্ট হতে পারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৫ জুন ২০২৫
ছবি: সংগৃহীত

যখন তখন বৃষ্টিতে পড়তে হচ্ছে। প্রস্তুতি না থাকায় সঙ্গে থাকা স্মার্টফোন ভিজে নষ্ট হচ্ছে। যদিও ফোন কোম্পানি থেকে বলাই থাকে ফোন ওয়াটারপ্রুফ। এমনকি এখন বেশিরভাগ ফোনেই ওয়াটার রেজিসট্যান্ট রেটিং দেওয়া থাকে। তারপরও দেখা যায় শেষ রক্ষা হয় না।

তবে শুধু পানি ঢুকলেই যে ফোন নষ্ট হয়, এমন না। ফোন আরও অনেক কারণে নষ্ট হতে পারে। আসুন কিছু কারণ জেনে নেওয়া যাক-

বিজ্ঞাপন

অতিরিক্ত চার্জ করা

ফোন একেবারে ০ শতাংশে এনে চার্জ করা যেমন ফোনের জন্য ক্ষতি তেমনি সারাক্ষণ ফোন চার্জে দিয়ে রাখাও ভালো না। আবার নকল চার্জার ব্যবহারেও ফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে।

অতিরিক্ত ঠান্ডা বা গরম

অতিরিক্ত ঠান্ডা বা গরম কোনোটাই ফোনের জন্য ভালো না। অতিরিক্ত তাপমাত্রায় ফোন গরম হয়ে যেতে পারে। ফলে ফোন নষ্ট হতে পারে খুব সহজেই। স্মার্টফোন দীর্ঘ সময় রোদে ফেলে রাখলে বা গরম গাড়িতে থাকলে ফোনের হার্ডওয়্যার ক্ষতিগ্রস্ত হতে পারে। একইভাবে, বেশি ঠান্ডায় ব্যাটারির কর্মক্ষমতা হ্রাস পায়। ব্যাটারি ড্যামেজ, প্রসেসর স্লো হয়ে যাওয়া, ডিসপ্লে কালার সমস্যা দেখা দিতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ধুলাবালি ও অপরিষ্কার চার্জিং পোর্ট

চার্জিং পোর্ট বা হেডফোন জ্যাক পরিষ্কার না রাখলে সেখানে ধুলা জমে সার্কিটে সমস্যা তৈরি করে, ফলে চার্জিং বা অডিও সমস্যা দেখা দেয়।

সফটওয়্যার আপডেট না করা/ভুল অ্যাপ ব্যবহার

অনেকেই পুরোনো ভার্সনের অপারেটিং সিস্টেম চালিয়ে যান। এতে ফোন স্লো হয়ে যায় এবং সিকিউরিটি রিস্ক বাড়ে। তাছাড়া অজানা অ্যাপ বা হ্যাক করা অ্যাপ ইনস্টল করলেও ফোন হ্যাং বা ভাইরাস আক্রান্ত হতে পারে।

ফোন বারবার পড়ে যাওয়া বা শক খাওয়া

মাঝেমধ্যে পড়ে যাওয়া সমস্যা না মনে হলেও, ধীরে ধীরে এতে ডিসপ্লে, ক্যামেরা লেন্স বা মাদারবোর্ডে ক্ষতি হয়। অনেক সময় ফোনের ভেতরের অংশে চিড় ধরা অবস্থায়ও ব্যবহারকারী বুঝতে পারেন না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কম মানের ব্যাটারি বা পার্টস প্রতিস্থাপন

লোকাল মার্কেট থেকে সস্তায় প্রতিস্থাপন করা ব্যাটারি বা পার্টস অনেক সময় ফোনের জীবনের জন্য বিপদজনক হয়ে ওঠে। এগুলোর কারণে ফোন গরম হয়ে বিস্ফোরণ পর্যন্ত ঘটতে পারে।

অতিরিক্ত অ্যাপ ও স্টোরেজ ফুল থাকা

ফোনে যখন স্টোরেজ প্রায় পূর্ণ থাকে, তখন ফোন ধীরগতির হয়। অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করে প্রসেসর ও র্যামের উপর অতিরিক্ত চাপ ফেলে। ফলস্বরূপ, ফোন হ্যাং করে বা বন্ধ হয়ে যায়।

স্মার্টফোন দীর্ঘদিন ভালো রাখতে যা করতে পারেন-

>> অরিজিনাল চার্জার ব্যবহার করুন।
>> রোদ বা অতিরিক্ত গরম/ঠান্ডা পরিবেশে ফোন রাখবেন না।
>> সপ্তাহে একবার ফোন রিস্টার্ট দিন ও অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন।
>> স্মার্টফোন কভার ও স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করুন।
>> নিয়মিত সফটওয়্যার আপডেট দিন।
>> ফোন পরিষ্কার রাখুন এবং পানি থেকে দূরে রাখুন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।