বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ খেয়াঘাট এলাকার ষাটোর্ধ্ব বাসিন্দা দুলাল গাজী। ওই এলাকার একটি চায়ের দোকানে চা পান করা অবস্থায় আলাপ হয় তার সঙ্গে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলার একপর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয়—গণভোট কী জানেন?
এমন প্রশ্নের জবাবে বৃদ্ধ দুলাল গাজী বলেন, ‘ভোট বলতে তো কেন্দ্রে গিয়ে ব্যালটে সিল মারাকে বুঝি। তবে গণভোট কী, তা তো জানি না।’
জাহাঙ্গীর হোসেন নামের আরেকজন বলেন, ‘আমরা ভোট সেন্টারে গিয়ে ব্যালট পেপারে ভোট দিয়ে অভ্যস্ত। গণভোটের বিষয়ে কিছু জানি না। এ বিষয়ে এলাকায় কোনো প্রচার-প্রচারণা চোখে পড়েনি। মানুষকে এটি বোঝানো দরকার।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। বিশেষ করে ‘গণভোট’ এবছরই প্রথম হওয়ায় সরকারের তরফ থেকে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু বরিশাল শহরের কিছু স্থানে প্রচার-প্রচারণার দৃশ্য চোখে পড়লেও উপজেলাগুলোতে এ-সংক্রান্ত কার্যক্রম তেমনটা চোখে পড়েনি।
বরিশালের নদীবেষ্টিত উপজেলা হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের নতুন ভোটার হওয়া রিমন খান। তিনি জাগো নিউজকে বলেন, ‘শুনেছি এবছর দুইটা ভোট দিতে হবে। একটা সংসদ নির্বাচনের ভোট, আরেকটা গণভোট। কিন্তু সেই গণভোটটা কী জন্য, কেন দেবো—সেটাই তো বুঝি না। যদি ক্যাম্পেইন করে বোঝানো না হয়, তাহলে সাধারণ মানুষ বিষয়টা বুঝতে পারবে না।’
মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর এলাকার আবুল কালাম বলেন, “এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। তবে যতটুকু শুনেছি সেখানে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে হবে। এর বেশি কিছু জানি না।”
আরও পড়ুন: নির্বাচন পর্যন্ত সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশগ্রামের ৪০ শতাংশ মানুষ গণভোট কী জানে না: তথ্য সচিবসরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ বন্ধ করতেই গণভোট: আলী রীয়াজ
বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক মোস্তফা কামাল বলেন, ‘গণভোটে যে চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে, সেগুলোর বিষয়ে সাধারণ ভোটারদের মাঝে স্বচ্ছ ধারণা নেই। বিষয়গুলো সাধারণ মানুষকে বোঝাতে হবে। এজন্য অধিকতর প্রচার-প্রচারণা দরকার।’
জানতে চাইলে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন জাগো নিউজকে বলেন, ‘গণভোট সম্পর্কে প্রচারণা চালাতে জেলার সব উপজেলার প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রচারণামূলক বিলবোর্ড-ব্যানারও সাঁটানোর ব্যাপারে উপজেলা প্রশাসনকে বলা হয়েছে।’
বরিশালের ছয়টি আসনে মোট ভোটার ২২ লাখ ৮৪ হাজার ৯৪৮ জন। এর মধ্যে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে তিন লাখ ২৩ হাজার ৮১৭ জন, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে তিন লাখ ৮০ হাজার ৪৯৬ জন, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে তিন লাখ ২৭ হাজার ৮৯৫ জন, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে চার লাখ ১৭ হাজার ৫৪ জন, বরিশাল-৫ (সিটি-সদর) আসনে চার লাখ ৯৩ হাজার ৯৫০ জন এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে তিন লাখ ১০ হাজার ৪৯৭ জন।
গণভোটে তত্ত্বাবধায়ক সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠান, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা, ৩০টি ঐকমত্যভিত্তিক সংস্কার প্রস্তাব এবং অন্যান্য সাংবিধানিক সংশোধনী—এ চারটি বিষয়ে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিতে হবে।
এসআর/এএসএম