ভ্রমণ

কাপ্তাই হ্রদের মুগ্ধতা ছড়ানো প্রকৃতি ও জীবন

কাপ্তাই হ্রদ শুধু একটি জলাধার নয়, এটি সবুজ পাহাড়ের বুকজুড়ে লেখা এক জীবন্ত গল্প। ভোরের মিষ্টি আলো, নীল জলের শান্ত ঢেউ আর সবুজ পাহাড়ের কোলে এখানে প্রতিদিন জন্ম নেয় মানুষের স্বপ্ন। হ্রদের জলে ছুটে চলা প্রতিটি নৌকায় থাকে লড়াইয়ের গল্প ও জীবিকার নিশ্চয়তা।

পাহাড়ের নীরবতা আর জলের প্রশান্তি মিলিয়ে কাপ্তাই হ্রদ হয়ে উঠেছে প্রাণপ্রকৃতির অন্যতম এক গন্তব্য। শীত মৌসুমে এখানে ছুটে আসে হাজার মাইল দূরের অতিথি পাখির দল। পাখিদের নিরাপদ এক আশ্রয়ের ঠিকানা কাপ্তাই হ্রদ। ছবিটি সম্প্রতি কাপ্তাই হ্রদের কাট্টলী বিল এলাকা থেকে তোলা।

শান্ত জলের বুকে জাল ফেলে জেলেদের জীবনের লড়াই এখানে নিত্যদিনের। কাপ্তাই হ্রদে মাছ ধরাই শুধু কাজ নয়, এ যেন যাপিত জীবনের এক ধারাবাহিক গল্প। হ্রদের নীল জলের আড়ালে এখানে লুকিয়ে আছে শত শত জেলে পরিবারের জীবন ও জীবিকার আশ্রয়স্থল। ছবিটি কাপ্তাই হ্রদের লংগদু বিল এলাকা থেকে তোলা।

কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ মানেই টেকসই জীবিকা, প্রকৃতি ও মানুষের সহাবস্থান। কাপ্তাই হ্রদের মাছ শুধু খাদ্য নয়, পাহাড়ি জনপদের জীবনধারার এক অবিচ্ছেদ্য অংশ। কাপ্তাই হ্রদ সমৃদ্ধ মৎস্য সম্পদে ভর করে গড়ে ওঠা হাজারো স্বপ্ন ও সংসার। ছবিটি কাপ্তাই হ্রদের ফোরেরমুখ এলাকা থেকে তোলা।

মাছ নয়, জালে ধরা পড়ে তাদের ঘাম, শ্রম আর জীবনের গল্প। কাপ্তাই হ্রদের নীল জলে ভাসে প্রান্তিক জেলেদের কঠিন বাস্তবতা। হ্রদের ঢেউয়ের সাথে নিত্য লড়াই করেই বেঁচে থাকে প্রান্তিক জেলেদের জীবন সংসার। ছবিটি কাপ্তাই হ্রদের বরুনাছড়ি এলাকা থেকে তোলা।

এডিকেএ/এসইউ