ধর্ম

সিজদা থেকে ওঠার সময় হাতে ভর দেওয়া যাবে?

প্রশ্ন: সিজদা থেকে ওঠার সময় অনেকে হাতে ভর দেয়, অনেকে ভর দেয় না কোনটি সঠিক ও সুন্নত? সিজদায় হাত কীভাবে রাখতে হবে? 

উত্তর: অসুস্থ বা হওয়ার কারণে হাতে ভর দেওয়া ছাড়া সিজদা থেকে উঠতে কষ্ট হলে হাতে ভর দিয়ে ওঠা নিষিদ্ধ নয়। কিন্তু স্বাভাবিক সুস্থ অবস্থায় কোনো ওজর না থাকলে হাতে ভর না দিয়ে ওঠা সুন্নত।

ওয়ায়েল ইবনে হাজার (রা.) বলেন, নবীজি (সা.) সিজদায় যাওয়ার সময় হাঁটু রাখার পর হাত রাখতেন এবং সিজদা থেকে ওঠার সময় হাত ওঠানোর পর হাঁটু ওঠাতেন। (সুনানে আবু দাউদ)

ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নামাজে সিজদা থেকে ওঠার সময় হাতের ওপর ভর দিতে নিষেধ করেছেন। (সুনানে আবু দাউদ)

সিজদায় হাত রাখার নিয়ম

নামাজের সিজদায় পুরুষের জন্য কনুই জমিন থেকে পৃথক রাখতে হয়। সিজদায় কনুই জমিনে বিছিয়ে রাখা পুরুষের জন্য মাকরুহ তাহরিমি। আনাস (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, বলেছেন, সিজদায় (অঙ্গ প্রত্যঙ্গের) সামঞ্জস্য রক্ষা কর এবং তোমাদের মধ্যে কেউ যেন দুহাত কুকুরের মত বিছিয়ে না দেয়। (সহিহ বুখারি)

এ ছাড়া কনুই হাঁটু ও উরু থেকে পৃথক রাখা এবং বাহু পার্শ্বদেশ থেকে আলাদা রাখাও সুন্নত। আবু হুমাইদ (রা.) বলেছেন, নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন সিজদা করতেন তখন নাক ও কপাল জমিনের ওপর রাখতেন এবং উভয় পার্শ্বদেশ থেকে দুই হাত পৃথক করে রাখতেন। (সুনানে তিরমিজি)

তবে নারীদের জন্য সিজদার সময় কুনুইসহ উভয় বাহু জমিনের সাথে মিলিয়ে রাখা সুন্নত। ইয়াজিদ ইবনে আবু হাবিব (রহ.) বলেন, একবার আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নামাজরত দুই নারীর পাশ দিয়ে যাওয়ার সময় তাদেরকে সংশোধন করার জন্য বলেছেন, যখন তোমরা সিজদা করবে তখন শরীর জমিনের সাথে মিলিয়ে রাখবে। নারীরা এ ক্ষেত্রে পুরুষদের মতো নয়। (সুনানে আবু দাউদ)

ওএফএফ