চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর জন্য নিশ্চিত হয়ে গেছে আটটি দল। দ্বিতীয় ধাপে যুক্ত হতে যাচ্ছে আরও আটটি দল। তবে সেই আটটি দল নিশ্চিত করার জন্য মুখোমুখি হবে টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো।
বেনফিকার বিপক্ষে হেরে বিপাকে পড়েছে রিয়াল মাদ্রিদ। আর ৪-২ ব্যবধানে জিতে চমক দেখিয়েছে পর্তুগীজ ক্লাবটি। সেই ম্যাচটিতে গোল করে আলোচনার জন্ম দেন গোলকিপার আনাতোলিয় ক্রবিন। ওই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তিনে থাকা রিয়াল নেমে যায় প্লে-অফে।
সেই ম্যাচের ফলাফলের পর দুই ক্লাবের মুখোমুখি হওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। আজ (শুক্রবার) অনুষ্ঠিত ড্রয়ে নিশ্চিত হওয়া গেল যে দুই দলই মুখোমুখি হচ্ছে আবার। নকআউট প্লে-অফ রাউন্ডে আবার একে অন্যের সঙ্গে খেলবে রিয়াল ও বেনফিকা।
চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি মাঠে নামবে স্বদেশী ক্লাব এএস মোনাকোর বিপক্ষে।
নির্ধারিত সূচি অনুযায়ী প্লে-অফের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি। এক সপ্তাহ পর হবে দ্বিতীয় লেগ।
প্লে-অফের কে কার প্রতিপক্ষ
বরুসিয়া ডর্টমুন্ড বনাম আতালান্তা
অলিম্পিয়াকোস বনাম বেয়ার লেভারকুসেন
গ্যালাতাসারে বনাম জুভেন্টাস
ক্লাব ব্রুগ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ
মোনাকো বনাম প্যারিস সেন্ট-জার্মেই
বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ
কারাবাগ বনাম নিউক্যাসেল ইউনাইটেড
ইন্টার মিলান বনাম বোদো/গ্লিমট
আইএন